অন্ডকোষের টিউমার কি?
অন্ডকোষের টিউমার কে Testicular Tumor বলা হয়। এটিকে টেরাটোমা(Teratoma) ও বলা হয়। অন্ডকোষে বিভিন্ন কারণে টিউমার হতে পারে। অন্ডকোষে টিউমার হলে অণ্ডকোষে ফোলা ভাব, অন্ডকোষে অধিক ভারবোধ ইত্যাদি উপসর্গ দেখা দেয়। ক্রমেই স্পর্শকাতরতা দেখা যায় কিছু ক্ষেত্রে। এবং কিছু কিছু ক্ষেত্রে কুঁচকির গ্ল্যান্ড ফোলে। মহিলাদের অনেক ক্ষেত্রে স্তন ফুলতে পারে।
অন্ডকোষের টিউমার এর কিছু ক্ষেত্রে বেদনা থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অন্ডকোষে ব্যথা বেদনা অনুভূত হয় না।
অন্ডকোষের টিউমার এর প্রকারভেদঃ সাধারণত যে কোনো টিউমার দুই শ্রেণীর হয়ে থাকে।
১) বিনাইন বা নির্দোষ টিউমার।
২) ম্যালিগন্যান্ট বা দূষিত টিউমার।
অন্ডকোষের টিউমারও বিনাইন ও ম্যালিগন্যান্ট এই দুই শ্রেণীরই হয়ে থাকে।
টেস্টিসের টেরাটোমাঃ অন্ডকোষের সাধারণ জাতীয় টিউমারকে টেরাটোমা বলা হয়। এই টেরাটোমা সাধারণত নির্দোষ প্রকৃতির হয়। সার্জারির মাধ্যমে এই টিউমার অপসারিত হলে রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। এই টেরাটোমাতে লিম্ফোসাইটের স্ট্রোমা জমা হয় এবং তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। ফলে একটা পর্যায়ে অন্ডকোষের ক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এবং এই লিম্ফোসাইট অতিরিক্ত বৃদ্ধি পেলে ম্যালিগন্যান্সি সৃষ্টি হয়, ফলে টিউমারটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ম্যালিগন্যান্টে রূপ নেয়। তখন এটি শরীরের অন্যান্য স্থান, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, লিম্ফগ্রন্থি ইত্যাদি বিভিন্ন অংশের ম্যালিগন্যান্ট আকারে ছড়িয়ে পড়ে।