আজকের আলোচনাতে আমি হোমিওপ্যাথিক ঔষধের উচ্চ শক্তি ও নিম্ন শক্তির পার্থক্য বিষয়ে আলোচনা করব। চলুন তবে মূল আলোচনায় প্রবেশ করা যাক।
ডাইলিউশন এবং ডাইনামাইজেশনের মাধ্যমে যখন একটি ভেষজকে শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধে রূপান্তর করা হয় তখন সেই ভেষজের অন্তর্নিহিত অতীন্দ্রিয় শক্তি ক্ষমতা এমন একটা পর্যায়ে বৃদ্ধি পায় ও পরিবর্তিত হয় যে তা মূল ভেষজের কার্যকারিতা থেকে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়।
যেরকমটা আমরা প্রায়ই সচরাচর দেখি যে Boil এর Puss increase অথবা Reduce করতে ওষুধের নিম্ন শক্তি এবং উচ্চ শক্তি ভিন্ন ভিন্ন ক্রিয়া করে থাকে।
এই কারণেই Boils এর ক্ষেত্রে বেলেডোনা, মার্কসল, হিপার সালফ, সাইলিসিয়া সবগুলো ঔষধই নিম্ন শক্তিতে একরকম ক্রিয়া দেখায় আর উচ্চ শক্তিতে ভিন্ন ক্রিয়া দেখায়।
আচ্ছা একটু ভাবলে কি দাঁড়ায়!
প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই কি ওষুধের নিম্ন শক্তি ও উচ্চ শক্তি এই একই ধারায় ভিন্ন ক্রিয়া করে?
নাকি শুধু Boils এর ক্ষেত্রেই শুধু এই বিপরীতমুখী ক্রিয়া দেখা যায় হোমিওপ্যাথিক ঔষধের?