টেস্টিস বা অন্ডকোষ কি?
একজন মানুষের অণ্ডকোষের ভিতরে দুটি টেস্টিস(testes) থাকে। এটি মানব উৎপাদন কারখানা।
বাম অণ্ডকোষ সাধারণত ডান অণ্ডকোষের চেয়ে সামান্য কিছুটা নীচে ঝুলে থাকে।
টেস্টিস শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। এটিতে সামান্য আঘাত লাগলেও একজন ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে।
টেস্টিসের ভিতরে অনেক লোবিউলস থাকে, যেগুলো দেখতে কিছুটা পাকানো তারের মত। এই লোবিউলস থেকেই শুক্রাণু উৎপন্ন হয়।
মহিলাদের স্তনের ভিতরেও এই প্রকার অনেক লোবিউলস থাকে যেখানে দুধ তৈরি হয়। এই লোবিউলসগুলি থেকে ছোট ছোট রাস্তা বাইরে বের হয় এবং স্তনবৃন্তে শেষ হয়।
একে বলা হয় ল্যাক্টিফেরাস নালী(lactiferous duct)। এগুলো দ্বারা দুধ স্তনের বোঁটায় পৌঁছায়।
এবং এর ভেতরে সেপটাম আছে যা থেকে পুরুষ হরমোন টেস্টোস্টেরন(testerone hormone) উৎপন্ন হয় এবং নিসৃত হয়।
অণ্ডকোষের স্তর:
Skin-superficial fossa-deep fossa-tunica vaginalis-tunica albuginea-tunica vasculosa.
Tunica vaginalis এবং Tunica albugenia যদি এই দুই স্তরের মধ্যে জল জমে থাকে তাকে বলা হয় হাইড্রোসিল(hydrocele)। রক্ত জমাট বাঁধলে, হেমাটোসিল(hematocele)। আর শুক্রাণু জমে থাকলে তাকে স্পার্মাটোসিল(spermatocele) বলে।
আরো পড়ুনঃ সিমেন এনালাইসিস রিপোর্ট কিভাবে পড়তে হয়?