ওসিডি এর হোমিওপ্যাথি চিকিৎসা

0
145
ওসিডি(Obsessive Compulsive Disorder) মূলত একটি মানসিক রোগ। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাধারণত কাল্পনিক ভুল সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয়। বারবার হাত ধোয়া, বারবার করে নিশ্চিত হওয়া কোন বিষয়ে- যেমন দরজায় তালা দেওয়া হলো তো বারবার একই বিষয় দেখে! বাথরুমে বার বার পানি ঢালা। অথবা মানসিক কোন অদ্ভুত চিন্তা বারবার ফিরে আসা এজাতীয় নানা সমস্যা থাকে ওসিডি রোগে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এজাতীয় রোগীরা সিজোফ্রেনিয়ার মতো আতঙ্কিত ও বিমর্ষ থাকেনা।
এই রোগটি মানসিক স্তরের সূক্ষ্ম বিকৃতির স্থুল রুপ প্রদর্শন করে থাকে। অর্থাৎ মানসিক যে ভ্রান্তি জনিত চেতনা বা বিশ্বাস অথবা ভুল ধারণা তা রোগীর কর্ম ও আচরণ দ্বারা প্রকাশিত হয়।
ওসিডি ছবি
ওসিডি ছবি
তাই যে কোন চিকিৎসাই করা হোক না কেন উদ্দেশ্য থাকে মানসিক সূক্ষ্ম স্তরের রোগজনিত যে পরিবর্তন সেটির পুনরায় সুস্থতা আনয়ন করা। তাই এক্ষেত্রে ঔষধ এর সঙ্গে সঙ্গে রোগের মানসিক কাউন্সেলিং এরও প্রয়োজন হয়। রোগীর আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করতে হয় ও তার মানসিক চিন্তা প্রবাহ যেন সঠিক ও ইতিবাচক ভঙ্গিতে প্রবাহিত হয় তার জন্য রোগীকে সঠিক পরামর্শ দ্বারা সহায়তা করতে হয়।

ওসিডি এর হোমিওপ্যাথি চিকিৎসাঃ

ওসিডি বা Obsessive Compulsive Disorder এর খুব সুন্দর হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। রোগটি যেহেতু সূক্ষ্ম স্তরে অবস্থিত তাই এক্ষেত্রে ঔষধকেও সূক্ষ্ম হতে হয়। হোমিওপ্যাথিক শক্তিকৃত উচ্চশক্তির ঔষধ অতি সূক্ষ্ম স্তরে কার্য করতে সক্ষম। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এর সহায়তা ও পরামর্শ নিয়ে হোমিও ঔষধ সেবন করে এই রোগের ক্ষেত্রে ধীরে ধীরে আরোগ্য সম্ভব।
আপনার জন্য পরামর্শঃ
কোন বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। সব কিছুকে সহজভাবে গ্রহণ করুন। একই বিষয় বারবার চিন্তাধারা যদি আপনার দৈনন্দিন কার্যকলাপে বিঘ্ন ঘটায় তা এড়িয়ে চলার চেষ্টা করুন, তবে সেটি নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা দুশ্চিন্তা করবেন না।
মনে সাহস সঞ্চার করুন মনে বল রাখুনঃ
মনে রাখবেন, এই রোগ তেমন কঠিন কিছু নয়। সামান্য প্রচেষ্টায় এমনকি ঔষধের সাহায্য ছাড়াই নিজে নিজেই আরোগ্য হওয়া যায়। অযথা ভয় পাবেন না।
Previous articleপ্রসবের সম্ভাব্য তারিখ নির্ণয়
Next articleআইবিএস এর হোমিও চিকিৎসা
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here