কতদিন ঔষধসিক্ত গ্লোবিউলস ব্যবহার করা যাবে

0
161

কতদিন ঔষধসিক্ত গ্লোবিউলস ভালো থাকবে?

যতদিন গ্লোবিওলস(Globules) ভালো থাকবে ততদিন Globules এ সিক্ত হোমিওপ্যাথিক  ঔষধ শক্তি ও ভালো থাকবে। এমনকি গ্লোবিউলস নষ্ট হয়ে গেলেও এর ভিতরে বিদ্যমান ঔষধি উপাদানের কোন পরিবর্তন হয় না। কারণ যেহেতু তা অতি সূক্ষ্ম ও ডায়নামিক। কিন্তু যেহেতু এক্ষেত্রে ভেষজবহ(Globules) নষ্ট হয়ে যায়, তাই তা আর ব্যবহার পযোগী থাকেনা।

গ্লোবিউলস ছবি
গ্লোবিউলস ছবি
তাই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন Globules ভালো মানের হয়, শুষ্ক ও শীতল স্থানে রাখা হয়, নিরাপদে  রাখা হয়।
Globules নষ্ট হয়ে আসলে সাধারণত এর রংয়ের পরিবর্তন হয়। হলদে ভাব হয়ে যায়। তরল পানি গলতে দেখা যায়।
ভালো মানের Globules হলে সাধারণত দুই/তিন বছরে কিছু হয় না।
এসব বিষয় বিবেচনা করতে হবে।
Previous articleকরোনা প্রতিরোধে হোমিও প্রফিল্যাক্সিস ঔষধ
Next articleফ্রিজিডিটি এর হোমিওপ্যাথিক চিকিৎসা
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here