কতদিন ঔষধসিক্ত গ্লোবিউলস ভালো থাকবে?
যতদিন গ্লোবিওলস(Globules) ভালো থাকবে ততদিন Globules এ সিক্ত হোমিওপ্যাথিক ঔষধ শক্তি ও ভালো থাকবে। এমনকি গ্লোবিউলস নষ্ট হয়ে গেলেও এর ভিতরে বিদ্যমান ঔষধি উপাদানের কোন পরিবর্তন হয় না। কারণ যেহেতু তা অতি সূক্ষ্ম ও ডায়নামিক। কিন্তু যেহেতু এক্ষেত্রে ভেষজবহ(Globules) নষ্ট হয়ে যায়, তাই তা আর ব্যবহার পযোগী থাকেনা।
তাই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন Globules ভালো মানের হয়, শুষ্ক ও শীতল স্থানে রাখা হয়, নিরাপদে রাখা হয়।
Globules নষ্ট হয়ে আসলে সাধারণত এর রংয়ের পরিবর্তন হয়। হলদে ভাব হয়ে যায়। তরল পানি গলতে দেখা যায়।
ভালো মানের Globules হলে সাধারণত দুই/তিন বছরে কিছু হয় না।
এসব বিষয় বিবেচনা করতে হবে।