করোনা প্রতিরোধে হোমিও প্রফিল্যাক্সিস ঔষধ

0
133
আজকের আলোচনাতে আমি করোনা প্রতিরোধে হোমিও প্রফিল্যাক্সিস ঔষধ এর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তবে মূল আলোচনায় প্রবেশ করা যাক।
করোনা মহামারীতে অযথা ভীত ও আতঙ্কিত হবেন না। সচেতনতা ও সাবধানতা অবলম্বন করুন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন।
করোনা ছবি
করোনা ছবি

করোনা প্রতিরোধে হোমিও প্রফিল্যাক্সিস ঔষধঃ

করোনা প্রতিরোধকল্পে প্রফিল্যাক্সিস হোমিও ঔষধ সেবন করুন। এই ঔষধ যথাযথ নিয়মে সেবনে শরীরের Immunity boost হয়। এই প্রফিল্যাক্সিস ঔষধ সেবনে শরীরে করোনার বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয়, ও জীবনী শক্তির সূক্ষ্ম স্তরে ক্রিয়া করে করোনা প্রতিরোধকল্পে জীবনী শক্তিকে সহায়তা করে।
এখনো পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর লক্ষণ সাদৃশ্য বিবেচনায়, সর্বাধিক সাদৃশ্যযুক্ত প্রফিল্যাক্সিস হোমিও ঔষধ হলঃ
1) Bryonia alba.(30, 200, 1m)
2) Arsenic album.(30, 200, 1m)
এই ঔষধ দুটি তাদের ক্রিয়াকালের ব্যাবধান বিবেচনায় রেখে, পর্যায়ক্রমে, যথাযথ নিয়মানুযায়ী সেবন করলে, করোনা ভাইরাসের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ শক্তি গড়ে উঠবে।
সতর্কতা ও সাবধানতাঃ
* সংগৃহীত ঔষধ সঠিক ঔ মানসম্মত হতে হবে।
* ডায়াবেটিস, হার্টের রোগী, কিডনির সমস্যা, শ্বাসকষ্টের রোগী, গর্ভবতী মহিলা ও উচ্চ রক্তচাপের রোগীরা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন।
Previous articleসিঁদুরে এলার্জির হোমিও চিকিৎসা
Next articleকতদিন ঔষধসিক্ত গ্লোবিউলস ব্যবহার করা যাবে
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here