দাঁতের এনাটমী

0
199

আজকের আলোচনা তে আমি দাঁতের এনাটমী বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন তবে মূল আলোচনাতে প্রবেশ করা যাক।

দাঁতের এনাটমীঃ

১) দাঁত দুই প্রকারেরঃ
1. Deciduous teeth (দুধ দাঁত) বা Primary teeth.
2. Permanent teeth বা স্থায়ী দাঁত।
২) শিশু জন্মানোর পর ৬ মাস থেকে ৩ বছরের মধ্যে সকল দুধ দাঁত(Deciduous Teeth) বা Temporary Teeth উঠে যায় এবং তা ৬ বছর বয়সে আবার পড়ে গিয়ে Permanent Teeth স্থায়ী দাঁত ওঠে।
৩) একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখের ভেতরে নীচের সারিত ১৬ টি ও উপরের সারিতে ১৬ টি করে সর্মোমোট ৩২ টি দাঁত (Permanent Teeth) থাকে।
দাঁতের এনাটমী ছবি
দাঁতের এনাটমী ছবি
৪) সাধারণত ১২ বছর বয়সের ভেতর (১৪×২)=২৮ টি দাঁত উঠে যায়। বাকি ৪ টি দাঁত যেগুলোকে আক্কেল দাঁত
(Wisdom Molar) বলে এগুলো সাধারণত ১৮ থেকে ২৪ বছর বয়সের ভেতর ওঠে।
৫) প্রত্যেক সারির মাড়ির দিক থেকে প্রথম তিনটি দাঁতকে বলে Molars. তার পরের দুটিকে বলে Premolars. তারপর একটি দাঁত Canine. এবং তার পরের দুটো Insisors.
৬) দাঁতের তিনটি অংশঃ
A. Crown- প্রত্যেকটি দাঁতের উপরের আবরণী যে Crown Part তা Enamel দ্বারা গঠিত। এই Enamel আমাদের শরীরের সবথেকে শক্ত অংশ।
B. Neck- Crown এর শেষ এবং রুটের শুরু যে অংশ থেকে এবং যে বরাবর Gum এর শুরু সেটিকে Neck বলে।
C. Root-দাঁতের সবচেয়ে নীচের অংশ Root যেটি Mandible হাড়ের ভেতরে প্রবেশ করেছে। Root এর নিচে Cementum নামক পদার্থের একটি Layer থাকে যেটি নিচের Dentine কে আবৃত করে রাখে।
৭) প্রত্যেকটি দাঁতের Crown part বা  Enamel এর নীচে থাকে Dentine যেটি উপরের Enamel কে সাপোর্ট দেয়।
৮) Dentine এর নীচে আছে Pulp Cavity যার ভেতরে ছড়িয়ে রয়েছে Blood Vessels যেগুলোর মাধ্যমে দাঁতে রক্ত সরবরাহিত হয়।
Previous articleক্লাসিক্যাল হোমিওপ্যাথির বাস্তবিক অর্থ। -প্রথম পর্ব।
Next articleটেস্টোস্টেরন হরমোন বাড়ানোর উপায় কি?
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here