নিচ এবং নীচ শব্দের পার্থক্য কি?

0
271

আমরা প্রায়ই নিচ এবং নীচ শব্দ দুটি ব্যবহার করে থাকি। শব্দ দুটির উচ্চারণ সমার্থক হলেও অর্থগত পার্থক্য অনেক। একটি বানানে হ্রস্ব-ই ব্যবহার করা হয় এবং অপরটিতে দীর্ঘ-ঈ ব্যবহৃত হয়। চলুন তবে শব্দ দুটির অর্থগত পার্থক্য জেনে নেওয়া যাক।

নিচ এবং নীচ শব্দের পার্থক্য কি?

নিচঃ সাধারণত ক্রিয়া পদের সাথে মিলিত হয়েই এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। কোন কিছুর গতি সম্পর্কে বলার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ এটি ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে থাকে। যেমন-

১) পাকা আমটি গাছ থেকে নিচে পড়ে গেল।
২) লোকটা সিঁড়ি দিয়ে নিচে নামলো।
৩) সে এতটা নিচে নামবে ভাবা যায়নি(এক্ষেত্রে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। কোন কিছুকে হীন, ইতর বা নিম্ন শ্রেণি বোঝাতে ব্যবহার হয়)

নিচ এবং নীচ শব্দের পার্থক্য
নিচ এবং নীচ শব্দের পার্থক্য

নীচঃ নীচ, নীচু বা নীচে এরকম অবস্থান গত বা স্তরগত বিষয় বোঝাতে নীচ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন-

১) সিঁড়ির নীচে বিড়াল ঘুমাচ্ছে।
২) জলের নীচে মাছ বাস করে।
৩) সমুদ্রের নীচে অনেক মনি-মুক্তা পাওয়া যায়।

সংক্ষেপে ‘নিচ’ বলতে নিম্নগতি সম্পর্কিত বিষয়কে বোঝানো হয় আর ‘নীচ’ শব্দ দ্বারা কোন স্থান বা অবস্থানের নির্দেশ করা হয়।

আরো পড়ুনঃ ফোটা এবং ফোঁটা এর পার্থক্য কি?

Previous articleফোটা এবং ফোঁটা এর পার্থক্য কি?
Next articleউষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে কি হয়?
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here