আমরা প্রায়ই নিচ এবং নীচ শব্দ দুটি ব্যবহার করে থাকি। শব্দ দুটির উচ্চারণ সমার্থক হলেও অর্থগত পার্থক্য অনেক। একটি বানানে হ্রস্ব-ই ব্যবহার করা হয় এবং অপরটিতে দীর্ঘ-ঈ ব্যবহৃত হয়। চলুন তবে শব্দ দুটির অর্থগত পার্থক্য জেনে নেওয়া যাক।
নিচ এবং নীচ শব্দের পার্থক্য কি?
নিচঃ সাধারণত ক্রিয়া পদের সাথে মিলিত হয়েই এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। কোন কিছুর গতি সম্পর্কে বলার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ এটি ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে থাকে। যেমন-
১) পাকা আমটি গাছ থেকে নিচে পড়ে গেল।
২) লোকটা সিঁড়ি দিয়ে নিচে নামলো।
৩) সে এতটা নিচে নামবে ভাবা যায়নি(এক্ষেত্রে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। কোন কিছুকে হীন, ইতর বা নিম্ন শ্রেণি বোঝাতে ব্যবহার হয়)

নীচঃ নীচ, নীচু বা নীচে এরকম অবস্থান গত বা স্তরগত বিষয় বোঝাতে নীচ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন-
১) সিঁড়ির নীচে বিড়াল ঘুমাচ্ছে।
২) জলের নীচে মাছ বাস করে।
৩) সমুদ্রের নীচে অনেক মনি-মুক্তা পাওয়া যায়।
সংক্ষেপে ‘নিচ’ বলতে নিম্নগতি সম্পর্কিত বিষয়কে বোঝানো হয় আর ‘নীচ’ শব্দ দ্বারা কোন স্থান বা অবস্থানের নির্দেশ করা হয়।
আরো পড়ুনঃ ফোটা এবং ফোঁটা এর পার্থক্য কি?