নেক্রসিস এর সংজ্ঞা ও কারণ

0
3

নেক্রসিস এর সংজ্ঞা ও কারণ

সাধারণত জীবিত শরীরের কোষগুলো জীবিত অবস্থায় থাকে। কিন্তু আঘাতাদি, গ্যাংগ্রিন বা রক্তস্রোত রুদ্ধ হওয়া সহ যেকোনো কারণে শরীরের কোন অংশের এক বা একাধিক কোষের মৃত্যু ঘটলে তাকে নেক্রোসিস বলে।
নেক্রোসিস এর কারণঃ বিভিন্ন কারণে শরীরে নেক্রোসিস অবস্থা হতে পারে। নিম্নে নেক্রোসিসের কারণসমূহ আলোচনা করা হল।
নেক্রোসিস ছবি
নেক্রোসিস ছবি
ব্যাকটেরিয়ার আক্রমণঃ সিফিলিসের ক্ষত, যক্ষায় ফুসফুসের সংক্রমণ ইত্যাদি তে নেক্রোসিস অবস্থা হতে পারে। আর এই সমস্ত রোগগুলো ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে।
রক্ত প্রবাহ বন্ধ হয়েঃ শরীরের প্রবাহমান রক্ত যদি কোন স্থানে যদি জমাট বাঁধে তাহলে নেক্রোসিস হতে পারে।
কেমিক্যাল এজেন্টঃ কোন রাসায়নিক বস্তুর সংক্রমণ দ্বারা নেক্রোসিস পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ফিজিক্যাল এজেন্টঃ অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, তড়িতাহত ইত্যাদি কারণে নেক্রোসিস ঘটে থাকে।
জীবনীশক্তির বিশৃঙ্খলতাঃ কোন কারণবশত জীবনীশক্তি বিশৃংখল হলে ক্ষতরোগ প্রবণতা সৃষ্টি হয়। ফলে নেক্রোসিস অবস্থার পেছনে সিফিলিটিক দোষকে ক্রিয়াশীল থাকতে দেখা যায়।
এছাড়া জেনেটিক বিশৃংখলার কারণে নার্ভ সাপ্লাই বন্ধ, হাইপেক্সিয়া, প্রোটোজোয়ার আক্রমণ ইত্যাদি কারণে শরীরে নেক্রোসিস অবস্থার সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here