শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

পিত্তথলির অপারেশন করার পর হজমের সমস্যায় করণীয়

ডা. দীপংকর মন্ডল
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে
পিত্তথলির অপারেশন করার পর হজমের সমস্যায় করণীয়
পিত্তথলির অপারেশন করার পর হজমের সমস্যায় করণীয়

সাধারণত শরীর থেকে কোন অঙ্গ(পিত্তথলির অপারেশন) সার্জারি দ্বারা কেটে বাদ দিলে তার একটা ব্যাড ইফেক্ট থাকে। পিত্ত থলি বা গলব্লাডারের  কথা বলি।

সাধারণত আমাদের শরীরে গ্রহণ করা তৈলাক্ত খাবার বা চর্বিজাতীয় খাবার হজম করে পিত্তরস। যেমন করে আমাদের শরীরে গ্রহণকৃত সুগার বা মিষ্টিজাতীয় খাবার কে হজম করে প্যানক্রিয়াস থেকে উৎপাদিত ইনসুলিন।
ঠিক সেইরূপ পিত্তরস আমাদের চর্বিজাতীয় খাবার কে হজম করতে সহায়তা করে। এই পিত্তরস সঞ্চিত থাকে গলব্লাডারের ভেতর যা লিভার থেকে উৎপন্ন হয়। কোন কারণে যদি এই গলব্লাডার সার্জারি করে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে এই সঞ্চিত পিত্তরস শরীরের আর কোথাও থাকতে পারে না। তবে কিছুটা পরিমাণে পিত্তরস সর্বদাই লিভার থেকে ডাইজেস্টিভ সিস্টেম যুক্ত হয়।
গলব্লাডার বা পিত্তথলি না থাকাতে সঞ্চিত পিত্তরস যেহেতু জমা থাকে না তাই এই ক্ষেত্রে তৈলাক্ত খাবার হজম হওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ পিত্তরসের প্রয়োজন হয় সেটির জোগান থাকেনা। তাই এক্ষেত্রে হজমের সমস্যা হয়। তবে কিছুটা সহায়তা হয় যেহেতু লিভার থেকে কিছু কিছু পিত্তরস সরবরাহিত হচ্ছে সর্বদা তবে তা পর্যাপ্ত নয়। তাই এ ক্ষেত্রে এটির স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে নিয়ম তান্ত্রিক জীবনযাপনের দ্বারা আপনি এই সমস্যাটাকে কিছুটা সমাধান করতে পারেন।
আপনার জন্য করণীয়ঃ তৈলাক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন যথাসম্ভব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো পোষ্টঃ
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫
Theme Dwonload From ThemesBazar.Com