প্রসবের সম্ভাব্য তারিখ নির্ণয়ঃ
Expected date of delivery বা প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ অতীব দরকারি একটি বিষয়ক। বিভিন্ন উপায়ে এটি করা যায়।সম্ভাব্য প্রসবের তারিখ নির্ধারণের একটি খুব ভাল পদ্ধতি হল নাইজেল পদ্ধতি।
জার্মান প্রসূতিবিদ নাইজেল এর নামানুসারে এই পদ্ধতিটির নামকরণ করা হয়েছে। কেননা যেহেতু তিনি এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন। জার্মানির ডাসেলডর্ফে ১৭৭৮ সালের ১২ ই জুলাই নাইজেল জন্মগ্রহণ করেন।
নাইজেলের এই পদ্ধতি অনুসারে গর্ভধারণের সময় কাল হিসেবে ২৮০ দিন ধরা হয়। এই পদ্ধতি অনুযায়ী LMP (Last menstrual period) এর সাথে প্রথমে ১ বছর যোগ করা হয়। সেখান থেকে ৩ মাস বিয়োগ করা হয় এবং অবশেষে ৭ দিন যোগ করে প্রসাবের প্রত্যাশিত তারিখ অনুমান করা হয়।
