ফোটা এবং ফোঁটা এর পার্থক্য কি?

0
334

‘গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে’ অথবা আমরা বলে থাকি ‘ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে’। আবার কখনো নয়নাভিরাম প্রস্ফুটিত পুষ্পের দিকে তাকিয়ে বলে থাকি ‘ফুল ফুটেছে!’ এখন চলুন শব্দটির বানানের পার্থ্যক্যের ব্যাপারটি জেনে নেই।

ফোটা এবং ফোঁটা এর পার্থক্যঃ

শব্দ দুটি উচ্চারণের ধরন একই হলেও অর্থগত পার্থক্য আকাশ পাতাল তফাৎ। এই ‘ফোটা’ এবং ‘ফোঁটা’র পার্থক্য কি চলুন জেনে নেই।

ফোটা এবং ফোঁটা এর পার্থক্য
ফোটা এবং ফোঁটা এর পার্থক্য

ফোটাঃ এটি ক্রিয়া পদের অন্তর্গত। শব্দটি দ্বারা কোন কিছু প্রস্ফুটিত হওয়া অথবা ফুটে ওঠা বা উদিত হওয়া এমনটা বোঝায়। যেমন ফুল ফুটেছে, আলো ফুটে উঠেছে, সৌন্দর্য ফুটে উঠেছে, চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। চাঁদনী রাতে আকাশে জোসনা ফুটেছে! ফোটা অর্থে এখানে ক্রিয়া বা উদিত হওয়াকে বোঝানো হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে শব্দটি ‘বিশেষ্য’ হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। যে ক্ষেত্রে বিশেষ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে এটির অর্থ ‘ছোট টুকরো’ এমন কিছু বোঝায়।

ফোঁটাঃ এই ফোঁটা শব্দটি বিশেষ্য পদের অন্তর্ভুক্ত। তরল জাতীয় কোন পদার্থের ছোট্ট বিন্দু কে বোঝানো হয় ‘ফোঁটা’ দ্বারা। যেমন এক ফোঁটা জল, এক ফোঁটা তেল, কয়েক ফোঁটা রক্ত ইত্যাদি। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে।

তাহলে সংক্ষেপে এটা বলা `যায় যে, তরল বা লিকুইড বস্তুর ক্ষুদ্র কণাকে ‘ফোঁটা’ এবং কোন কিছু ফুটে ওঠা বা উদিত হওয়াকে ফোটা বলা হয়ে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে তরল ভিন্ন অন্য বস্তর ক্ষুদ্র অংশকণা বা ছোট টুকরো অংশকে বোঝাতে আমর ‘ফোটা’ শব্দের ব্যাবহার করে থাকি।

আরো পড়ুনঃ কুয়াশার রহস্য: একটি বিজ্ঞানভিত্তিক আলোচনা

Previous articleএইচএমপিভি ভাইরাস(HMPV) কতটা ভয়াবহ?
Next articleনিচ এবং নীচ শব্দের পার্থক্য কি?
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here