ফ্রিজিডিটি এর হোমিওপ্যাথিক চিকিৎসা

0
120

ফ্রিজিডিটি বলতে সাধারণত মেয়েদের এমন একটি রোগকে বোঝায় যেটিতে একজন স্ত্রী স্বামী সহবাসের কোন ইচ্ছাই রাখেনা। তার পুরুষ সঙ্গীর সঙ্গে সে মিলনে কোন আগ্রহ বোধ করেনা।

কারন তার এই কার্যে কোন আনন্দ বোধই হয়না।
অনেক মেয়েদের ভেতরে এই সমস্যাটি আছে। তবে এ বিষয়টি সাধারণত কম আলোচিত হয়। যদিও এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক ক্ষেত্রে রোগী আরোগ্য হয়।
ফ্রিজিডিটি ছবি
ফ্রিজিডিটি ছবি
সাধারণত কিছু মেডিকেল কন্ডিশনের কারণে এমনটি হতে পারে।
যেমন- ডায়াবেটিস, থাইরয়েডাইটিস, উচ্চরক্তচাপ, পেলভিক ডিজঅর্ডার, এছাড়াও কিছু মানসিক সমস্যার কারণে এটি হতে পারে। অনেক সময় লিউকোরিয়ার কারণেও এটি হতে পারে। যোনির ভিতরে শুকনা থাকার কারণে এটি হতে পারে।

ফ্রিজিডিটি এর হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

সাধারণত হোমিওপ্যাথি রোগের নাম ধরে কোন চিকিৎসা করে না। অবশ্যই রোগীর কনস্টিটিউশন নিতে হবে। এসব ক্ষেত্রে সাধারণত যে সমস্ত ওষুধ গুলো বিবেচনায় রাখা যায় তা হল- লাইকোপোডিয়াম, সিপিয়া, গ্রাফাইটিস, নেট্রাম মিউর জিনসেং মাদার টিংচার, ডামিয়ানা মাদার টিংচার,
এছাড়া যে কোন ঔষধই আসতে পারে সম্পূর্ণ রোগীলিপি করলে।
Previous articleকতদিন ঔষধসিক্ত গ্লোবিউলস ব্যবহার করা যাবে
Next articleশুঁয়োপোকা গায়ে লাগলে তাৎক্ষণিক কি করবেন?
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here