হোমিওপ্যাথি বিষয়ে নিতান্তই আমার খুবই অল্প জ্ঞান। কিন্তু মহাত্মা হ্যানেম্যানের জীবনভর গবেষণার ফসল ‘হোমিওপ্যাথি’র যতই গভীরে প্রবেশ করছি ততই উপলব্ধি করছি ‘সদৃশ আরোগ্যের’ গভীরতা। মহামারী ও হোমিওপ্যাথি নিয়ে আজকে আলোচনা করব।
মহামারী ও হোমিওপ্যাথিঃ
যেকোন মহামারী রোগের চিকিৎসার স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন মহাত্মা হ্যানেম্যান তার নিজের লেখা ‘অর্গানন’ ও ‘ক্রণিক ডিজিজেস’ বা ‘চিররোগের প্রকৃতি ও প্রতিকার’ গ্রন্থে। ১৮১৩ সালে ভীষণ টাইফাস জ্বরের মত মহামারী রোগকে কিভাবে হোমিওপ্যাথি একেবারে থামিয়ে দিয়েছিল তারও উল্লেখ করেছেন তিনি এই গ্রন্থে।
