মহামারী ও হোমিওপ্যাথি

0
340

হোমিওপ্যাথি বিষয়ে নিতান্তই আমার খুবই অল্প জ্ঞান। কিন্তু মহাত্মা হ্যানেম্যানের জীবনভর গবেষণার ফসল ‘হোমিওপ্যাথি’র যতই গভীরে প্রবেশ করছি ততই উপলব্ধি করছি ‘সদৃশ আরোগ্যের’ গভীরতা। মহামারী ও হোমিওপ্যাথি নিয়ে আজকে আলোচনা করব।

মহামারী হোমিওপ্যাথিঃ

যেকোন মহামারী রোগের চিকিৎসার স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন মহাত্মা হ্যানেম্যান তার নিজের লেখা ‘অর্গানন’ ও ‘ক্রণিক ডিজিজেস’ বা ‘চিররোগের প্রকৃতি ও প্রতিকার’ গ্রন্থে। ১৮১৩ সালে ভীষণ টাইফাস জ্বরের মত মহামারী রোগকে কিভাবে হোমিওপ্যাথি একেবারে থামিয়ে দিয়েছিল তারও উল্লেখ করেছেন তিনি এই গ্রন্থে।

মহামারী ও হোমিওপ্যাথিছবি
মহামারী ও হোমিওপ্যাথি ছবি
তাই বিভিন্ন প্রকৃতির চিররোগসহ যেকোন মহামারী রোগে হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থা বলে প্রমাণিত।
আমি এখানে মহাত্মা হ্যানেম্যান এর লেখা ‘ক্রণিক ডিজিজেস’ গ্রন্থের ২১ নং অনুচ্ছেদের স্ক্রিনসর্ট সংযুক্ত করছি বিষয়টি অনুধাবনের জন্য।
ধন্যবাদ সবাইকে।
Previous articleআমরা কেন ও কিভাবে রোগাক্রান্ত হই?
Next articleডাইলিউশন এবং ডায়নামাইজেশন এর উপলব্ধি
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here