একিউট রোগে মায়াজমের ভূমিকা

0
146

একিউট রোগে মায়াজমের ভূমিকাঃ

একিউট যেকোন রোগে প্রথমেই মায়াজমের ভূমিকা খোঁজ না করলেও চলে এটি ঠিক। কেননা সব রোগের উৎপত্তি মায়াজম থেকে নয়। বিশেষত ক্রনিক রোগের একটি অংশ যা মায়াজমঘটিত সেখানেই মায়াজমের গুরুত্ব সর্বাধিক। সাধারণত একিউট কেস গুলিতে Causation Based প্রেসক্রিপশন করা যায়।
আর Causation ছাড়াও Sensation ও Modalities দেখে এবং Acquit Symptoms Similarity মিলিয়ে যেকোন Superficial Polychrist বা Non-Miasmatic ঔষধ ব্যবহার করা যায়।
মায়াজমের ভূমিকা ছবি
মায়াজমের ভূমিকা ছবি
তবে এক্ষেত্রে একটি কথা এই যে মহাত্মা হ্যানিম্যান বলেছেন যেকোন তরুণ প্রকৃতির রোগ শরীরে নীহিত মায়াজমের সাময়িক উচ্ছাস, বিশেষ করে আদি রোগবীজ সোরার।
তাই একিউট যেকোন রোগে যদি প্রথম নির্বাচিত ঔষধ ব্যর্থ হয় তবে পরবর্তীতে মায়াজমকে বিবেচনায় নিয়ে প্রেসক্রিপশন করলে ভালো ফল পাওয়া যায়। এই কারনেই যেকোন একিউট জ্বরে, যদি প্রথম নির্বাচিত ঔষধ বিফল হয় তাহলে প্রধান Anti-Psoric ঔষধ সালফার ব্যবহার এর কথা ভাবতে হবে। তবে অবশ্যই Symptoms Similarity এর দিকে লক্ষ রেখে সালফার ছাড়াও অন্য Anti-Psoric ঔষধের কথাও বিবেচনায় রাখতে হবে।
তাই Miasmatic বিবেচনার দিকে ক্রমান্বয়ে অগ্রসর হতে হবে।
………………………………………………………
লেখকঃ
দীপংকর মন্ডল(ডিএইচএমএস, চতুর্থ বর্ষ,বিএইচবি)
………………………………………………………
এই ওয়েবসাইটে প্রকাশিত কোন লেখা কপি না করার অনুরোধ রইলো। প্রয়োজনে শেয়ার করুন।
ধন্যবাদ।
………….
Previous articleবস্তুর অবিনাশিতাবাদ ও শক্তির নিত্যতার সূত্র
Next articleমায়াজম অর্জিত নাকি বংশানুক্রমিক?
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here