শর্তাবলী

Dr. Dipankar Mondal
Dr. Dipankar Mondal

এই নিয়ম ও শর্তাবলী “আইটিচহেলথ” এ অবস্থিত “হ্যানিম্যান হোমিও হেলথকেয়ার” ওয়েবসাইট ব্যবহারের প্রতিবিধানের রূপরেখা প্রদান করে।
আমরা ধরে নিচ্ছি এই শর্তাবলী স্বীকার করেই আপনি আমাদের ওয়েবসাইট একসেস করছেন। এবং কেবল আপনি আমাদের নিয়ম এবং শর্তাবলী সঙ্গে একমত হলেই আমাদের ওয়েবসাইট ব্যবহার চালিয়ে যান। 

কুকিজঃ
আমরা কুকিজ এর ব্যবহার করে থাকি। আমাদের ওয়েবসাইটে একসেস করে আপনি হ্যানিম্যান হোমিও হেল্থ কেয়ার এর গোপনীয়তা নীতির সাথে চুক্তিতে কুকিজ ব্যবহার করতে সম্মত হন।
বেশিরভাগ ইন্টারেক্টিভ ওয়েবসাইট গুলি কুকিজ ব্যবহার করে থাকে এই কারণে যেন তারা ভিজিটরদের ওয়েবসাইটে প্রত্যেকটি ভিজিটের বিস্তারিত বিবরণ পেতে পারে। আমাদের ওয়েবসাইট লোকেদের জন্য ব্যবহার করা সহজ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। 

লাইসেন্সঃ

সমস্ত মেধা সম্পত্তি অধিকার সংরক্ষিত।
১) বিনা অনুমতিতে ওয়েবসাইটের কোন কনটেন্ট কপি করার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।
২) ওয়েবসাইটের কোন ছবি নকল বা অনুলিপি করা নিষেধ।
৩) বিশেষ কিছু ক্ষেত্রে মতামত, তথ্য বিনিময় এবং কন্টেন্ট ব্যাবহার করার সুযোগ দিয়ে থাকে আমাদের ওয়েবসাইট।
৪) ব্লগে প্রকাশিত মন্তব্যগুলি একান্তই ভিজিটরদের ব্যক্তিগত অভিমত প্রসূত। “হ্যানিম্যান হোমিও হেলথকেয়ার” এর নিজস্ব মতামত ওই সকল মন্তব্যগুলিকে প্রতিফলিত করে না। কোন ব্যবহারকারীর আমাদের ওয়েবসাইটে পোস্ট করা কোন তথ্য বা মন্তব্যের জন্য “হ্যানিম্যান হোমিও হেলথ কেয়ার” দায়ী থাকবে না।
৫) যে সকল মন্তব্য দ্বারা বহুত্ব ভাবের সৃষ্টি হয় এবং যা একত্ব ভাব প্রকাশের সহযোগী নয় এই সকল মন্তব্য বা তথ্য প্রকাশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বর্তমান থাকবে।
৬) উপরিউক্ত শর্তাবলী লংঘন করে প্রকাশিত কোন তথ্য বা মন্তব্য যা অনুপযুক্ত এবং আপত্তিকার তা অপসারণের অধিকার সংরক্ষণ করে “আইটিচহেলথ” ওয়েবসাইট।

আমাদের সামগ্রীতে হাইপারলিংকিংঃ
নিম্নলিখিত সংস্থা গুলি পূর্ব লিখিত অনুমোদন ছাড়াই আমাদের ওয়েবসাইটে লিংক করতে পারেঃ
১) সরকারি সংস্থা।
২) সার্চ ইঞ্জিন।
৩) সংবাদ সংস্থা।
৪) অনলাইন ডিরেক্টরি ডিস্ট্রিবিউটরা আমাদের ওয়েবসাইটের সাথে একইভাবে লিংক করতে পারে যেভাবে তারা অন্যান্য তালিকাভুক্ত ওয়েবসাইটের সাথে হাইপার লিঙ্ক করে।
৫) অলাভজনক সংস্থা, দাতব্য তহবিল সংগ্রহকারী সংস্থাগুলি আমাদের হোমপেজে, প্রকাশনাগুলিতে বা অন্যান্য ওয়েবসাইটের তথ্যের সাথে লিংক করতে পারে যতক্ষণ না লিংকটি কোন ভাবেই-
১) প্রতারণামূলক নয়।
২) লিংকিং পার্টি এবং/অথবা পরিষেবা গুলির স্পন্সরশিপ বা অনুমোদন কে মিথ্যা ভাবে বোঝায় না।
৩) লিংকিং সাইটের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।