সিঁদুরে এলার্জির হোমিও চিকিৎসা

0
115
সিঁদুরে এলার্জির হোমিও চিকিৎসা নিয়ে বর্তমান সময়ে অনেকেই জিজ্ঞেস করে থাকেন। আজকের আলোচনাতে আমি সিঁদুরে এলার্জির হোমিও চিকিৎসা সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করব। চলুন তবে মূল আলোচনায় প্রবেশ করা যাক।

এলার্জির অর্থ প্রবণতা। ইংরেজিতে যাকে বলে tendency. অর্থাৎ স্বাভাবিক অবস্থায় একজন ব্যাক্তি সুস্থ কিন্তু বিশেষ কোনো পরিস্থিতিতে কোন বিশেষ কোনো পারিপার্শ্বিক অবস্থার দ্বারা কোন নির্দিষ্ট রোগের আক্রমণ হলে সেটিকে এলার্জি বলে।

নানা বিষয়ে মানুষের এলার্জি থাকতে পারে, তার ভিতরে একটি হলো সিঁদুরে এলার্জি। হিন্দু বিবাহিতা মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। এই সিঁদুর থেকে অনেকের এলার্জি তৈরি হয়। অর্থাৎ সিঁদুর লাগালে যে সমস্ত মহিলাদের এলার্জি আছে তাদের স্কিন ইরাপশন, চুলকানি, চামড়ায় গুটি গুটি উদ্ভিদ দেখা দেয়।

সিঁদুরে এলার্জির হোমিও ছবি
সিঁদুরে এলার্জির হোমিও ছবি

সিঁদুরে এলার্জির হোমিও চিকিৎসাঃ

হোমিওপ্যাথিতে সবরকম এলার্জির চিকিৎসা আছে। সিঁদুরে এলার্জি হলেও তার জন্য হোমিও চিকিৎসা করা যায়। আর সাধারনত সিঁদুরে এলার্জি রোগ সোরিক মায়াজম থেকে উৎপন্ন। তার সঙ্গে সিফিলিটিক দোষের কম্বাইন্ড থাকতে পারে। তাই চিকিৎসা হবে এন্টিসোরিক এবং এন্টি সিফিলিটক।
ডাঃ রবিন বর্মন স্যার সিঁদুরে এলার্জির ক্ষেত্রে যে চিকিৎসা বা চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন তা হলোঃ
এর সঙ্গে আমাদের রোগীর কনস্টিটিউশন নিতে হবে। মানসিক ও শারীরিক লক্ষণ মিলিয়ে রোগের সিম্টমস মিলিয়ে, মায়াজমের সাদৃশ্য বিচার করে, রোগীর অতীত ইতিহাস ও বংশ ইতিহাস নিয়ে রোগীর জন্য যে ঔষধ নির্বাচিত হবে তা রোগীকে প্রয়োগ করতে হবে।
এর সঙ্গে কিছু ব্যবস্থাপনা বিবেচনা করা যেতে পারে যেমন যদি কারো সিঁদুরে এলার্জি অতিরিক্ত পরিমাণ থাকে সে ক্ষেত্রে তিনি হারবাল সিঁদুর ব্যবহার করতে পারেন। কেননা আজকাল বাজারে যে সমস্ত সিঁদুর পাওয়া যায় সেগুলো রেড অক্সাইড দিয়ে তৈরি। অর্থাৎ পারদ এবং সীসার সমন্বয়ে তৈরি। প্রতিদিন একটু স্থানের পরিবর্তন করে সিঁদুর লাগানো যেতে পারে। সিঁদুরের ফোটা টি পরিমাণ ছোট করে দিওয়া যেতে পারে।
Previous articleহোমিওপ্যাথিতে ফাইটাম হিসেবে মাদার টিংচার ব্যবহার
Next articleকরোনা প্রতিরোধে হোমিও প্রফিল্যাক্সিস ঔষধ
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here