হাপোথাইরয়েডিজম কিভাবে হয়?

0
163

হাপোথাইরয়েডিজম কিভাবে হয়? এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা চলুন তবে মূল আলোচনায় প্রবেশ করা যাক।

হাপোথাইরয়েডিজম কিভাবে হয়?

আমাদের মস্তিষ্কে যে হাইপোথ্যালামাস(Hhypothalamus) আছে এটি TRH(Thyrotropin releasing hormone) হরমোন সিক্রেশন করে। এই হরমোনটি মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড(pituitary gland) কে TSH(thyroid stimulating hormone) হরমোন উৎপাদনে উজ্জীবিত করে। এই TSH এসে থাইরয়েড গ্ল্যান্ড কে T3(triiodothyronine) ও T4(thyroxine) হরমোন উৎপাদন করতে উজ্জীবিত করে।

এখন এই পরিস্থিতিতে থাইরয়েড গ্ল্যান্ড যদি সুস্থ থাকে তাহলে রক্তে শরীরের জন্য প্রয়োজনীয় পরিমাণে  T3 ও T4 হরমোন উৎপাদন করে। কিন্তু যদি থাইরয়েড গ্ল্যান্ড কোন কারণে অসুস্থ থাকে তবে সে প্রয়োজনীয় পরিমাণে এই হরমোন উৎপাদন করতে পারে না।

হাপোথাইরয়েডিজম
Hypothyroidism

ফলে কি হয়?

থাইরয়েড গ্ল্যান্ডের অসুস্থতার ফলে সে যখন T3 ও T4 হরমোন উৎপাদন করতে পারে না, ফলে পিটুইটারি গ্ল্যান্ড সিগন্যাল পায় এবং তার ফলে সে আরো বেশি করে TSH হরমোন উৎপাদন করে চলে যাতে থাইরয়েড গ্ল্যান্ড আরো অধিক পরিমাণে  T3 ও T4 হরমোন উৎপাদন করতে পারে।

এইভাবে পিটুইটারি গ্ল্যান্ড TSH হরমোন উত্তরোত্তর বৃদ্ধি করার ফলেও অসুস্থ থাইরয়েড গ্ল্যান্ড T3 ও T4 হরমোন উৎপাদন করতে পারে না। এদিকে রক্তে TSH এর পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়।

ব্লাড টেস্ট করালে দেখা যায় রক্তে TSH এর লেভেল উচ্চমাত্রায় রয়েছে কিন্তু রক্তে T3 ও T4 হরমোনের উপস্থিতি কম পাওয়া যায়।

এই পরিস্থিতিকেই হাইপোথাইরয়েডিজম বলে।

আরো পড়ুনঃ যোগাসন এর অনুশীলন করুন জীবন বদলাবেই

Previous articleকোষ্ঠবদ্ধতার হোমিওপ্যাথিক চিকিৎসা‌
Next articleহোমিওপ্যাথির পরম্পরা ১ম পর্ব
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here