আমার কথাঃ হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক রুখে দেওয়ার ব্যাপারে জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন “সাওল হার্ট প্রোগ্রাম” এর প্রতিষ্ঠাতা চিকিৎসক জনাব ডাঃ বিমল ছাজেড়। ওনার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লেকচার আছে ইউটিউবে। জনসাধারণের মাঝে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ইউটিউব থেকে হার্টের ব্লকেজ এবং হার্ট অ্যাটাকের ওপর উনার একটি ভিডিও রেকর্ড এর ভাষ্যকে লিখিত আকারে হুবহু এখানে পোস্ট করেছি।
ভিডিওটিতে দেওয়া উনার বক্তব্য কে আমি ৩ টি পার্ট করে ধারাবাহিক ভাবে এই ব্লগে প্রকাশ করব। ধারাবাহিক এই পর্বগুলো পাঠ করার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল। হার্ট এটাক এবং
ভিডিওটিতে দেওয়া উনার বক্তব্য কে আমি ৩ টি পার্ট করে ধারাবাহিক ভাবে এই ব্লগে প্রকাশ করব। ধারাবাহিক এই পর্বগুলো পাঠ করার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল। হার্ট এটাক এবং হার্টের ব্লকেজ কে রুখে দিয়ে আমারা সকলেই যেন বিজয়ী হতে পারি এই লক্ষ্যে আমাদের যাত্রা হোক।
এই লেখাটি থেকে যে সকল বিষয়ে জানা যাবে সংক্ষেপে সেই বিষয়বস্তু গুলো হলঃ
হার্ট অ্যাটাকের লক্ষণ, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক এর লক্ষণ, হার্ট অ্যাটাক কেন হয়, হার্ট ব্লক হওয়ার লক্ষণ, হার্ট ব্লক দূর করার উপায়, হার্ট ব্লক থেকে বাঁচার উপায়, হার্ট ব্লক রোগীর খাবার, অপারেশন ছাড়া হার্ট ব্লক দূর করার উপায় ইত্যাদ সহ আরো অনেক বিষয়।
পূর্বের অংশঃ হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক রুখে দিন-ডা. বিমল ছাজেড়। পর্ব-২
এরপর আর তিনটা আছে যেগুলো হার্টের ব্লকেজটাকে বানাতে রুখে দেয়।
২) ফাইবার সমৃদ্ধ খাবার- এক্সারসাইজ করবে করতে হবে আর তার সাথে ফাইবার খেতে হবে।
ফাইবার যদি খাবেন তাহলে হার্টের অসুখ হবে না।
ফাইবার মানে কি?
এটা কোথায় পাওয়া যায়?
ফাইবার পাওয়া যায় ফলে আর সব্জিতে।
তাহলে হার্টের অসুখটাকে আমরা রুখতে পারবো।
আর তার সঙ্গে যদি ব্লাড সাপ্লাই এ পুরোটাই বন্ধ করে দিন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড তাহলে আমাদের সাপ্লাই পুরো বন্ধ বাইরে থেকে। এখন ব্লকেজ আর বাড়বে না। বডির যত কোলেস্টেরল, ফ্যাটের দরকার সেটা ভেতর থেকে টানবে। আর তাহলে ব্লকেজটা ধীরে ধীরে কম হবে। আর কম হাওয়াকে আমরা বলি রিভার্স।
এখন আপনি আরেকটা অপারেশন করান।
এই ব্লকেজটার মধ্যে ওরা এনজিওপ্লাস্টির সময় একটা তার ঢোকান। এখানে একটা বেলুন রাখা থাকে। এই বেলুনের ভেতর জল ঢুকিয়ে দিলে কি হবে? ব্লকেজটা এখান থেকে বেরিয়ে বাইরের সাইডে চলে যাবে। এখন বেলুনটা থেকে জলটা বের করে তারটা বের করে নিল। আর এটা হল বেলুনিং। এই বেলুনটা বের করে নিলে ব্লকেজটা ফেরত আসবে। তখন ওনারা কি করেন? এই ব্লকেজের ভেতরে একটা রিং বসিয়ে দেন। একটা স্প্রিং এর রিং। ডট পেনের উপরে ভেতরে যেমন রিং থাকে। এটা এখানে সেট করে দেওয়া হয়। প্রবলেমটা আরো একটা বড়, যে রিংটা বসানো হলো, রিং এর ভেতরে আবার ব্লকেজ শুরু হয়ে যায়। যদি আপনি কোলেস্টেরল কন্ট্রোল না করেন, ছয় মাস এক বছরের মধ্যে আবার রিংটা বন্ধ হয়ে যাবে।
এনারা প্রতিবার রিংগুলোকে বদলে দেন ভিন্ন নামে। প্রথমে যা অর্ডিনারি স্টেইন পরে তা মেডিকেটেড স্টেইন। এরপর তা……. ইত্যাদি। এটাও ফেল করবে।
তারমানে আসল ব্লকেজ প্রসেসিং টাকে যদি আপনি না রোখেন তাহলে ব্লকেজ তো বাড়তেই থাকবে। একদিন হার্ট অ্যাটাক হবেই। (অনেকে ১০/১২ বারও রিং বদলায়)
সবচেয়ে খারাপ কি জানেন তো, বাইপাস বা এনজিওপ্লাস্টির পরেও উনারা বোঝান না যে কি করে ব্লকেজ টাকে রোখা যেতে পারে। আমার মনে হয় যদি লাইফস্টাইলই বদলাতে হয়, যদি খাবারই বদলাতে হয়, যদি এক্সারসাইজ করতেই হয়, তাহলে এই রিং পরানোর আগেই করা উচিত।
কিছু ঔষধ এমন দেওয়া হয় যেটা ব্লকেজটাকে কম করে দেয়। এটি ব্লকেজটাকে ৫ % থেকে ১০% উইথড্র করে দেয়।
আর Unfortunately যারা বাইপাস বা এনজিওপ্লাস্টি করে ফেলেছে, তাদেরকে আমরা বলি, এখন আবার শুরু করুন। না হলে আগে গিয়ে হার্ট অ্যাটাক হবে আগে গিয়ে আবার রিং পরাতে হবে। কতবার রিং পরাবেন?
ঔষধঃ ঔষধ দিয়ে আমরা হার্টের পেসেন্টকে আরাম করিয়ে দিতে পারি। নাইট্রেট ঔষধ দিলে টিউবটা চওড়া হয়ে যায়। এক্ষেত্রে ব্লকের তো সেইম থাকলো! ব্লাড যাওয়ার রাস্তাটা ডাবল হয়ে গেল। এই ঔষধ জিভের তলায় স্প্রে করা হয়। এটা প্রতিদিন খেতে থাকলে পেশেন্টের কষ্ট হবে না।
তাহলে ঔষধ, বাইপাস আর এনজিওপ্লাস্টি টি এই তিনটে ট্রিটমেন্ট নিয়ে আজকাল মেডিকেল সিস্টেম চলছে। মেইনলি হাসপাতাল চালায় বাইপাস আর এনজিওপ্লাস্টি।
ম্যাসিভ হার্ট অ্যাটাকঃ পেশেন্ট মারা যাবে, হাসপাতালেও পৌঁছবে না।
মাইনরঃ ছোট ব্লকে নিচের দিকে
মেজরঃ উপরের দিকে রিস্ক বেশি
ম্যাসিভঃ পেশেন্ট মারা যাবে হাসপাতালেও পৌঁছাবে না।
হার্ট এটাক ও হার্টের ব্লকেজ রুখে দেওয়ার জন্য প্রতিভাবান চিকিৎসক ডা. বিমল ছাজেড় এর এই উদ্যোগ ও কর্ম প্রচেষ্টা সত্যিই মহত্ব ও প্রশংসার দাবিদার। উনার পরামর্শ গুলো আমরা যদি উপলব্ধি করতে পারি এবং যথাসম্ভব মেনে চলতে পারি তবে আমাদের হার্টের এই সকল রোগই হবেনা আশা রাখা যায়।
সকলের সুস্থ্য, সুন্দর ও সুখী জীবন কামনা করছি।