ডাঃ হেরিং এর আরোগ্য নীতি নিয়ে আজকের আলোচনা শুরু করছি।
রোগারোগ্যের ধারাঃ ডাঃ হেরিং এর চার টি আরোগ্যের নীতি।
হোমিওপ্যাথিক চিকিৎসায় আদর্শ আরোগ্য কিভাবে আমরা বুঝতে পারব?
এই বিষয়ে ৪টি নীতির কথা বলেছেন ডাঃ হেরিং। যদিও এগুলো মূলত স্বয়ং হ্যানিম্যানই সর্বপ্রথম আলোকপাত করেছিলেন। কিন্তু ডাঃ হেরিং ইহা সংকলিত করে এক স্থানে লিপিবদ্ধ করেছেন।
ডাঃ হেরিং এর আরোগ্য নীতিঃ
১) উপর থেকে নীচে।
২) অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে।
৩) ভেতর থেকে বাইরে।
৪) বিপরীতক্রম ধরে।
এই সূত্রগুলোকে সহজে মনে রাখতে নিম্নোক্ত সংকেতগুলো ব্যবহার করতে পারি……….
উনী, ভেবা, অক, বিক্র।
আরো পড়ুনঃ টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর উপায় কি?