ডাঃ হেরিং এর আরোগ্য নীতি

0
140
ডাঃ হেরিং এর আরোগ্য নীতি নিয়ে আজকের আলোচনা শুরু করছি।
রোগারোগ্যের ধারাঃ ডাঃ হেরিং এর চার টি আরোগ্যের নীতি।
হোমিওপ্যাথিক চিকিৎসায় আদর্শ আরোগ্য কিভাবে আমরা বুঝতে পারব?
হেরিং এর আরোগ্য নীতি ছবি
হেরিং এর আরোগ্য নীতি ছবি
এই বিষয়ে ৪টি নীতির কথা বলেছেন ডাঃ হেরিং। যদিও এগুলো মূলত স্বয়ং হ্যানিম্যানই সর্বপ্রথম আলোকপাত করেছিলেন। কিন্তু ডাঃ হেরিং ইহা সংকলিত করে এক স্থানে লিপিবদ্ধ করেছেন।

ডাঃ হেরিং এর আরোগ্য নীতিঃ

১) উপর থেকে নীচে।
২) অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে।
৩) ভেতর থেকে বাইরে।
৪) বিপরীতক্রম ধরে।
এই সূত্রগুলোকে সহজে মনে রাখতে নিম্নোক্ত সংকেতগুলো ব্যবহার করতে পারি……….
উনী, ভেবা, অক, বিক্র।
Previous articleহোমিওপ্যাথিক ঔষধের উচ্চ শক্তি ও নিম্ন শক্তির পার্থক্য
Next articleহোমিওপ্যাথিতে ফাইটাম হিসেবে মাদার টিংচার ব্যবহার
Dr. Dipankar Mondal
হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী রোগীর সামগ্রীক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দ্বারাই জটিল, কঠিন ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব। জীবনযাপনের ভুল অভ্যাস থেকে সৃষ্ট রোগ, সংযম ব্যতীত শুধুমাত্র ঔষধ সেবনের দ্বারা প্রতিরোধ বা আরোগ্যের আশা করা বাতুলতা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here