ডোনেশন করুন
ধন্যবাদ!
আমরা আপনার উদার দানের প্রশংসা করি। আপনার সমর্থন আমাদের উৎসাহিত করেছে!
ডোনেশন করুন
ধন্যবাদ!
আমরা আপনার উদার দানের প্রশংসা করি। আপনার সমর্থন আমাদের উৎসাহিত করেছে!
ভূমিকাঃ ডা. জে এন কাঞ্জিলালের হোমিও কেস টেকিং ফরম টি আজ আমি শেয়ার করব। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকেরা হোমিওপ্যাথিক রোগীলিপি তৈরি করতে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে থাকেন। ডা. জে এন কাঞ্জিলালের হোমিও কেস টেকিং ফরম্যাট ব্যবহার করে খুব সুন্দর ভাবেই আমরা একটি আদর্শ রোগলিপি করতে পারি। চলুন তবে রোগী লিপি প্রসঙ্গে আরো দুই একটি আনুষঙ্গিক প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।
রোগী লিপি কি?
হোমিওপ্যাথি চিকিৎসার মূল ভিত্তি রোগী লিপি হল রোগীর ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সকল লক্ষণ সমষ্টি সংগ্রহ করে গুছিয়ে রোগীর সামগ্রিক তথ্য সংক্ষেপে লিপিবদ্ধ করা। সংগৃহীত এই লক্ষনাবলীর সাথে মেটেরিয়া মেডিকায় বর্ণিত ঔষধের লক্ষণের বিবেচনা করে রোগীর জন্য একক ঔষধ নির্বাচন করা হয়। একটি আদর্শ রোগী লিপি তৈরির সফলতার উপর হোমিওপ্যাথিক চিকিৎসার সফলতা নির্ভর করে অনেকাংশে।
রোগলিপি তৈরি করা অপরিহার্য কেন?
ব্যক্তিনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ এই দুই প্রকার লক্ষণ মিলিয়ে সর্বমোট দুই লক্ষ ত্রিশ হাজার লক্ষণ সংগৃহীত হয়েছে হোমিওপ্যাথিক মেডিসিন প্রুভিং এ। এই সকল প্রুভিং কৃত সিম্পটমস গুলো রেপার্টরিতে লিপিবদ্ধ করা আছে। এই সকল লক্ষণ এর ভেতর থেকে মিল রেখে রোগীর জন্য একটি মাত্র ঔষধ নির্বাচনের জন্য কেস টেকিং করা অপরিহার্য। এই কেস টেকিং যত গুছিয়ে করা সম্ভব হবে রোগ আরোগ্যের সম্ভাবনাও ততো বেড়ে যাবে।

ডা. জে এন কাঞ্জিলালের হোমিও কেস টেকিং ফরমঃ
আমাদের অগ্রজ ডাঃ কাঞ্জিলাল স্যার কিভাবে কেস টেকিং করতেন? কি কি প্রশ্ন রোগীকে জিজ্ঞাসা করতেন? চলুন আমরা তা জেনে আসি। আমি এখানে ডা. কাঞ্জিলাল স্যারের কেস টেকিং ফরমটি সরাসরি উপস্থাপন করছি।
‘হোমিওপ্যাথি রোগিলিপি pdf’ আকারেও এটি পোস্টের শেষে ডাউনলোড লিংক পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করে মোবাইলে অফলাইনেও এটি ব্যবহার করা যাবে।
রোগীর নাম ও ঠিকানাঃ
তারিখ…………..
১। কি কি কষ্টের চিকিৎসার জন্য আসিয়াছেন?
বর্তমানে যে যে কষ্ট আছে সেইগুলি পরপর নম্বর দিয়া পৃথক পৃথক প্যারায় লিখিবেন। সর্বাপেক্ষা কষ্টদায়ক লক্ষণগুলি প্রথমে লিখিবেন। প্রতিটি প্যারার পর আমাদের নোটের জন্য ২”(ইঞ্চি) আন্দাজ জায়গা রাখিবেন।
প্রতিটি কষ্ট সম্পর্কে নিম্নলিখিত বিবরণ যথাসাধ্য সঠিক উল্লেখ করিবেন :
(ক) কষ্টটি কতদিন ধরিয়া চলিতেছে—
(খ) কষ্টটির সঠিক প্রকৃতি কি, অর্থাৎ আপনার ঠিক কেমন লাগে?
যথা : ব্যথা, টাটানো, জ্বালা, অস্বস্তি, স্ফীতি প্রভৃতি—
(গ) শরীরের ঠিক কোন স্থানে কষ্টটি অবস্থিত? কিংবা সারা শরীরে বা মনে ?
(ঘ) কষ্টটি দিন রাত্রির কোন কোন সময়ে বা কি কি করলে বাড়ে বা কমে ?
(ঙ) কষ্টটি প্রথমে কি ভাবে এবং কি কারণে আরম্ভ হইয়াছিল?
২। বর্তমান রোগের সূত্রপাত—
কোন তারিখ পর্যন্ত সুস্থ ছিলেন ? সামগ্রিকভাবে বর্তমান রোগ আরম্ভের জন্য কোন শারীরিক, মানসিক অথবা পারিপার্শ্বিক কারণ আপনার জানা থাকিলে তাহার বিবরণ।
৩। বর্তমান রোগের জন্য এই পর্যন্ত কি চিকিৎসা হইয়াছে?
তাহার যথা সম্ভব বিশদ বিবরণ এবং তাহার ফলাফল। শেষ কোন তারিখ পর্যন্ত কি ঔষধ ব্যবহার করিয়াছেন? তাহার নাম ও ফলাফল।
৪। অতীত রোগের ইতিহাস—
জন্মের পর হইতে কি কি রোগ হইয়াছিল, পরপর একটি একটি করিয়া বয়স উল্লেখ করিয়া লিখিবেন এবং কি চিকিৎসা হইয়াছিল তাহার ফলাফল উল্লেখ
করিবেন । বিশেষত নিম্নলিখিত রোগগুলির কথা স্মরণ করিবেন—হুপিং কাশি, হাম, বসন্ত, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, আমাশয় ইত্যাদি ৷
৫। শিশুকাল হইতে বর্তমান পর্যন্ত কোন চর্মপীড়া হইয়াছিল কিনা এবং কি চিকিৎসায় সারিয়াছিল?
তাহার বিশদ বিবরণ।
৬। শিশুকাল হইতে বর্তমান পর্যন্ত কতবার টিকা, কলেরা প্রভৃতির ইন- কুলেশন, ট্রিপল অ্যান্টিজেন, বি. সি. জি., এ. টি. এস. প্রভৃতি ইনজেকশন লইয়াছেন?
তাহার বিশদ বিবরণ।
৭। কখনও কোনপ্রকার যৌনব্যাধি হইয়াছে কিনা?
তাহার সময়সহ বিশদ বিবরণ।
৮। বংশ ইতিহাস-
পিতার দিকে বা মাতার দিকে রক্তের সম্পর্ক বিশিষ্ট কোন আত্মীয়ের বা পূর্বপুরুষের কাহারও নিম্নলিখিত ব্যাধির কোনটি হইয়াছিল কিনা? মস্তিষ্ক বিকৃতি, মৃগী, বাত, হাঁপানি, যক্ষ্মা, ক্যান্সার, যৌনব্যাধি,
চর্মরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অম্লশূল, পিত্তশূল, অর্শ, ভগন্দর প্রভৃতি।
৯। ব্যক্তিগত ইতিহাস :
ক) পারিবারিক জীবনে বা কর্মক্ষেত্রে কোনপ্রকার শারীরিক বা মানসিক কোন প্রকার অসুবিধা?
খ) কোনপ্রকার যৌন বদ অভ্যাস—
গ) কোনপ্রকার নেশা —
ঘ) আহার, নিদ্রা প্রভৃতির অনিয়ম—
১০। শারীরবৃত্তিক ক্রিয়াকলাপ:
ক) ক্ষুধা—বেশি না কম?
অ) বিশেষ পছন্দ—নুন, মিষ্টি, টক, ঝাল, তিক্ত, ভাজা, মাছ, মাংস, ডিম, দুধ, ফল, ভাত, রুটি, ঠাণ্ডা বা গরম খাদ্য৷
আ) বিশেষ অপছন্দ বা বিতৃষ্ণা—উপরে বর্ণিতগুলির কোন কোনটি সম্পর্কে—
ই) খাইলে ক্ষতি কোন কোন বস্তুতে, কি ক্ষতি হয় ?
ঈ) স্বাদ—কোন খাদ্যবস্তু বিস্বাদ লাগে কিনা ? এমনিতে মুখে বিস্বাদ বা কোনপ্রকার দুর্গন্ধ লাগে কিনা?
উ) স্বাভাবিক পরিমাণে খাইতে পারেন, না অল্প খাইলেই কষ্ট হয়? কি কষ্ট হয় ?
খ) পিপাসা–বেশি না কম?
অ) মুখ শুকোয় কিনা—
আ) জলে কোনপ্রকার বিস্বাদ আছে কিনা—
ই) জল খাওয়ার পর কোন কষ্ট হয় কিনা—
গ) প্রস্রাব—কোন কষ্ট বা অস্বাভাবিকতা—
ঘ) মলত্যাগ—কোন কষ্ট বা অস্বাভাবিকতা—
৫) ঘর্ম—কোন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য-
চ) যৌনক্রিয়া—কোন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা অস্বাভাবিক
ছ) নিদ্রা-
জ) স্বপ্ন-
ঝ) মাসিক ঋতু—
পরিমাণ, কয়দিন থাকে, কতদিন অন্তর হয় ? স্রাবের কোনপ্রকার অস্বাভাবিকতা—
মাসিকের পূর্বে, সময়ে বা পরে কোন বিশেষ কষ্ট—
কোনপ্রকার সাদা স্রাব—তাহার পরিমাণ, রং, গন্ধ ইত্যাদি—
কোনপ্রকার চুলকানি বা জ্বালা হয় কিনা—
ঞ) গর্ভসংক্রান্ত তথ্যাদি :
অ) সন্তান কয়টি, তাহাদের বয়স এবং স্বাস্থ্য ।
আ) গর্ভস্রাব কখনও হইয়াছে কিনা, তাহার কারণ এবং আনুষঙ্গিক উপসর্গ।
ই) কোনবার গর্ভাবস্থায় কোন বিশেষ কষ্ট হইয়াছিল কিনা?
ঈ) প্রসবকালে বা প্রসবের পর কখনও কোন কষ্ট হইয়াছিল কিনা ?
(নিম্নলিখিত বিষয়গুলি প্রধানত চিকিৎসক পূরণ করিবেন )
১১। মানসিক অবস্থা ও লক্ষণাদি—
১২। শীততাপ আবহাওয়া (আর্দ্র, শুষ্ক প্রভৃতি ) এবং ঋতুসংক্রান্ত পছন্দ অপছন্দ এবং প্রতিক্রিয়া—
১৩। চর্মের রং, শারীরিক গঠন, ধাতুপ্রকৃতি, চালচলতি ( চটপটে ছটপটে, অলস, অল্পে শ্রান্ত প্রভৃতি )–
১৪। ডাক্তারী পরীক্ষা—
১৫। বিশেষ পরীক্ষার রিপোর্ট—
১৬। রোগনির্ণয়-
১৭। রোগিচিত্রের বৈশিষ্ট্যজ্ঞাপক বিষয়গুলি—
১৮। রেপার্টরাইজেশন—
১৯। ধারাবাহিক চিকিৎসা-
শেষ কথাঃ মনে রাখতে হবে জটিল, কঠিন ও দুরারোগ্য ব্যাধিতে রোগীর সামগ্রিক লক্ষণ বিবেচনা করে ঔষধ নির্বাচন না করে শুধুমাত্র আঙ্গিক লক্ষণ এর উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করলে চিকিৎসায় সফলতা পাওয়া যাবেনা। তাই যেকোনো ক্রনিক রোগে ঔষধ নির্বাচনের পূর্বে কেস টেকিং ডায়েরিতে রোগীলিপি লিপিবদ্ধ করা একান্তই কর্তব্য।
হোমিওপ্যাথি রোগিলিপি pdf ডাউনলোডঃ
হোমিওপ্যাথি রোগিলিপি pdf ডাউনলোড লিংক থেকে হোমিও কেস টেকিং ফরমটি অনলাইনে ব্রাউজ বা ডাউনলোড করে মোবাইল ফোন বা ল্যাপটপে ব্যাবহার করতে পারবেন।
ডা. দীপংকর মন্ডল
রেজিস্টার্ড হোমিওপ্যাথ
০৬.০২.২০২৫
এই লেখাটি আপনার উপকারে এসেছে কি? আরো নতুন লেখা তৈরির জন্য আর্থিকভাবে অবদান রাখতে পারেন। যেকোন পরিমাণ আর্থিক কন্ট্রিবিউশন করতে নীচের ডোনেট বাটন ব্যাবহার করুন।