শারীরিক ও মানষির উভয় প্রকার স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের সচেতন থাকা জরুরী। তবুও কর্মব্যস্ততার এই যান্ত্রিক যুগে অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ও নানাবিধ পরিস্থিতির সম্মুখীন হয়ে সচেতনভাবে স্বাস্থ্যকর জীবন যাপন সবসময় সম্ভব হয় না। এই সকল কারণে বিশেষ করে আমাদের মানসিক স্থিতি অত্যন্ত সমস্যাসংকুল হয়ে ওঠে।
মানসিক ডিপ্রেশন থেকে নানাবিধ মানসিক রোগের সৃষ্টি হয়ে থাকে এবং তার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হয়। এই সকল মানসিক রোগসমূহ আমাদের মানসিক দক্ষতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আর মানসিক দক্ষতা হ্রাস পেলে সেই প্রভাব আমাদের সমস্ত শরীর এর উপর পড়ে। মানসিক রোগের শারীরিক লক্ষণ হিসেবেও তখন নানা স্থূল রোগ উপসর্গ দেখা দেয়। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় হিসেবে মনীষীদের দেওয়া মানসিক শান্তি নিয়ে উক্তি সমূহ থেকে সাহায্য পাওয়া যেতে পারে। এই সকল অনুপ্রেরণামূলক উক্তিগুলো হতে পারে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়।
আজকের লেখাতে আমি মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় হিসেবে কিছু বরেন্দ্র মনীষীদের উক্তি শেয়ার করব। এই সকল অনুপ্রেরণামূলক মানসিক স্বাস্থ্য উক্তির অনুশীলন করলে আমাদের মনঃস্তর পরিষোধিত হবে। তখন আমাদের মনে এক ধরনের আত্মপ্রত্যয় ও সম্ভাবনা জেগে উঠবে। সবকিছু আমাদের সামনে ইতিবাচক মনে হবে তখন। আমাদের জীবন সুন্দর হবে।
১) পচনশীল হইয়ো না বরং মরণশীল হও। -হার্ভাট।
২) অসহিষ্ণুর লোকদের জীবনের বিড়ম্বনা কখনো কমে না। -উইলিয়াম রাসেল।
৩) যাহা করা উচিত উহা ন্যায় আর করতে অপারগ হওয়া বা একদিকে সরিয়ে রাখা অন্যায়।-ডেমোক্রিটাস।
৪) তিনজন বিশ্বাসী বন্ধুর উপর নির্ভর করা যায়। অনেক দিনের বিয়ে করা স্ত্রী, পুরানো পোষা কুকুর এবং নগদ জমানো টাকা।- ফ্রাঙ্কলিন।
৫) যদি জীবন ও জগত থেকে কিছু পেতে চান, ভ্রমণ করুন। দু'চোখ ভরে দেখুন এই রহস্যময় জগৎটাকে। -বুদ্ধদেব গুহ।
৬) তুমি যখন ভ্রমণে বেরুবে তখন জিহ্বা বদ্ধ রেখে, চোক্ষু খুলে রাখবে। -টমাস স্টারিক।
৭) ভাবুক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ। -শেখ সাদী (রঃ)।
৮) পবিত্রতা আলোকের মতো উজ্জ্বল। -সুইফট।
৯) ব্যবসায়ীদের নিজস্ব কোন দেশ নেই। -জেফারসন।
১০) জীবিত মানুষের জন্য ইহলোকই সব। ইহকালে যে সুখী হতে পারল না পারলৌকিক সুখে তার কি প্রয়োজন? -আবুল ফজল।
১১) যে নারীকে ভালোবাসো তার জন্য জীবন বিসর্জন দেওয়া যত সহজ, তার সঙ্গে ঘর করা তত সহজ নয়। -বায়রন।
১২) একজনের পতন, অন্যজনের সৌভাগ্যের সোপান। -ফ্রান্সিস বেকন।
১৩) একটি সুখের সংসারকে ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে তার মধ্যে মারাত্মক হল স্ত্রীর ঘ্যানর। -ঘ্যানর ডেল কার্নেগী।
|
মানসিক শান্তি নিয়ে উক্তি ছবি |
১৪) যে অনেক কিছু করে সে কিছু ভুল করবেই। -স্যামুয়েল জনসন।
১৫) কোন কোন ভুল অপরাধের চাইতে বেশি। -জোসেফ ফউ।
১৬) ভ্রমণে ভালো সঙ্গী জুটলে পথকে খুব ছোট মনে হয়। -আইজ্যাক ওয়ালটন।
১৭) যদি ভুল করো তবে তা সংশোধনের জন্য দেরি করো না এবং সংশোধনে লজ্জাবোধ করো না। -কনফুসিয়াস।
১৮) যে পতন কে ভয় করে, সে কখনো জয়লাভ করতে পারে না। -কিটস।
১৯) মানুষের জীবনে ত্যাগ থাকা ভালো কিন্তু তা যেন অর্থব্য হয়। -মিল্টন।
২০) বিয়ে করার এক বছর পরে পুরুষের বয়স সাত বছর বেড়ে যায় বেকন
২১) শত্রু যদি জ্ঞানীও হয় তবুও তার কাছে পরামর্শ নিও না।- স্যার জন উইলঘট।
২২) তোমরা খাও এবং পশুদের খেতে দাও। -আল কোরআন।
২৩) আমরা রাগের মাথায় যা করি বা বলি ঠান্ডা মাথায় বেশিরভাগ ক্ষেত্রে তার উল্টো ধারণাই পোষণ করি। -আর্থার মিলার।
২৪) ক্রোধ দমন বা নিয়ন্ত্রণ করতে পারা একটি মহৎ গুণ। -মেনকেন।
২৫) ক্রোধিত অবস্থাতে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা কার্যকর না করাই শ্রেয়। -বার্নার্ড শ ।
২৬) যে শুধু পেতেই চায় তার কাছে হারানোর বেদনা মর্মান্তিক। -জন হে উড।
২৭) যে ব্যক্তি বিদ্যার জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি মৃত্যুঞ্জয়ী। -আল হাদিস।
২৮) একজন ভালো মানুষ সাধারণ জিনিসে পরিতৃপ্ত থাকে। -বেন জনসন।
২৯) যার দ্বারা মানবতা উপকৃত হয় মানুষের মধ্যে তিনি উত্তম পুরুষ। -আল হাদিস।
৩০) লোকের মুখে প্রশংসা শুনেই কারো প্রতি আকৃষ্ট হবে না। নিজে পরীক্ষা করে নাও। -হযরত আলী (রাঃ)।
৩১) বিধাতা প্রত্যেক পাখিরই খাদ্য সংস্থান করেন, কিন্তু খাদ্য দ্রব্যাদি পাখির বাসায় পৌঁছে দেন না। -জে জি হল্যান্ড।
৩২) সহনশীলতার জন্যই আমরা আসি মহত্বের কাছাকাছি। -রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৩) সেই মহৎ লোক যে তার শিশুর প্রাণেও ব্যথা দিতে চায় না। -মিন সিয়াস।
৩৪) পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর কোন কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায়। -হযরত আলী (রাঃ)।
৩৫)
৩৬) দরিদ্রতাকে যে মাথা পেতে গ্রহণ করে সে ব্যক্তিত্বহীন পুরুষ। -লংফেলো।
৩৭) পাপ কাজ পতনের পদক্ষেপ স্বরুপ। -রবার্ট বার্টন।
৩৮) যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। -আল হাদিস।
৩৯) মানুষ যতই গোপন পাপ করুক না কেন, শাস্তি সে প্রকাশ্যেই পায়। -বেন জনসন।
৪০) স্বভাব অভাবীদের অভাব চিরকাল থেকে যায়। -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৪১) রাগ কে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। -সেপটিস ব্যারি।
৪২) যে ক্রোধোন্মত্ত তার সামনে যেও না ।-সাইরাস।
৪৩) শক্তিহীন ক্রোধ মূল্যহীন। -জার্মান প্রবাদ।
৪৪) রাগান্বিত অবস্থায় কখনোই চিঠির উত্তর দিতে নেই। -চীনা প্রবাদ।
৪৫) ছোট পাপকে ছোট বলে অবহেলা করিও না। ছোটদের সমষ্টিই বড় হয়। -হযরত আলী (রাঃ)।
৪৬) বাকস্বাধীনতা মানে কোন ক্রমেই মিথ্যাচারের লাইসেন্স নয়। -ওয়ালেস এন্ডারসন।
৪৭) একজন পিতা একশত জন স্কুল শিক্ষকের চেয়ে ভালো। -জর্জ হার্বার্ট।
৪৮)
৪৯) যেকোনো কাজ তোমার ভেতর শক্তির উদ্রেক করে দেয় তাই পুণ্য আর যা তোমার শরীর মনকে দুর্বল করে তাই পাপ। -স্বামী বিবেকানন্দ।
৫০) গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে শত ব্যস্ততার মাঝেও একটু দাড়াও, চিন্তা কর। -জন ক্লার্ক।
৫১) সহনশীলতা একটি উন্নততর মানবিক গুণ, যা অল্প কিছু লোকের মধ্যেই পাওয়া যায়। -গী দ্যা মোপাসাঁ।
৫২) নিয়তি আমাদের যা দান করে তার মধ্যে সবচেয়ে আশ্চর্য দানই হলো স্ত্রী। -পোপ।
৫৩) নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর অপেক্ষা কর। তিনি তোমাকে রক্ষা করবেন। হযরত সোলায়মান (আঃ)।
৫৪) প্রতিশ্রুতি খুব কম দিও। দয়া করার আগে ন্যায়বান হও। -শেখ সাদী (রঃ)।
৫৫) যে ব্যক্তি বিদ্যা ও বিদ্বান ব্যক্তির সম্মান করে, পরকালে খোদাতায়ালা তাঁর সম্মান করবেন। -আল হাদিস।
৫৬) প্রতিভা অর্থাৎ বিরাট ধৈর্য। -বাফন।
৫৭) পূর্ণ অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর। -হযরত আলী (রাঃ)।
৫৮) একজন মানুষের কাছে যেটা সংবাদ, আরেকজনের কাছে সেটা সর্বনাশ। -ফিনলে পিটার।
৫৯) ঠান্ডা মাথায় একটি সিদ্ধান্ত, উত্তেজিত অসংখ্য মাথার সিদ্ধান্তের চেয়ে উত্তম। -জন স্যাকলিং।
৬০) প্রয়োজনের তাগিদ কখনো বিশ্রাম নিতে জানে না। কুপার।
৬১) ঋণ করলে আত্মার স্বাধীনতা নষ্ট হয়। -ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।
৬২) পরের প্রশংসা পেতে হলে অপরকে প্রশংসা করতে হয়। -বি, সি, রায়।
৬৩) চোখ সবকিছু দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায়না। -স্সন্সরী।
৬৪) প্রথা এমন কিছু অলিখিত আইন যা রাজাও মেনে চলে। -ইউরিপিডিস।
৬৫) অনুতাপে পাপ খন্ডায়, আর অহমিকায় পূণ্য খন্ডন হয়। -হযরত আলী (রাঃ)।
৬৬) সিদ্ধান্ত নেয়াটা বড় কথা নয় সিদ্ধান্ত কার্যকর করাটাই বড় কথা। -বিনোদ দাশগুপ্ত।
৬৭) সহনশীলতার উৎস হচ্ছে সাবধানতা। -কোলেট।
৬৮) যে নিজের প্রশংসায় পঞ্চমুখ সে মস্ত আহাম্মক। -কুইন্টিলিয়ান।
৬৯) বৃদ্ধ বয়স ঐশ্বর্য মন্ডিত হলেও তা অত্যন্ত দুঃখবহ। -জন ক্লার্ক।
৭০) যে কখনো প্রশ্ন করে না সে হয় সবকিছু জানে নয়তো কিছুই জানে না। -ম্যালকম ফোবাস।
৭১) প্রতিভা আর প্রেরণা একই জিনিস। -ভিক্টর হুগো।
৭২) সময় খুব মূল্যবান, কিন্তু সত্য সময় হতেও মূল্যবান। -ডিজরেলী।
৭৩) যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিনী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন কর। -আল কোরআন।
৭৪) আনন্দের চেয়ে দুঃখের বন্ধন দৃঢ়তর। -রবীন্দ্রনাথ ঠাকুর।
৭৫) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না। -শিলার।
৭৬) যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুশমন সে জন। -হযরত ওমর ফারুক (রাঃ)।
৭৭) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায়। -এডওয়ার্ড হল।
৭৮) একটি দিন চলে যাওয়ার অর্থই হচ্ছে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া। -রবার্ট বাউলি।
৭৯) মেঘ যদি না থাকতো তবে আমরা সূর্যকে এমন ভাবে উপভোগ করতে পারতাম না। -জন রে।
৮০) বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া। -ওয়ার্ল্ড হুইটম্যান।
৮১) নম্রতার দ্বারা অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু ব্যয় হয় না কিছুই। -হোমার।
৮২) বিচারে দেরি করার অর্থ অবিচার করা। -লেন্ডার।
৮৩) শত্রুর সাথে বারবার ভালো ব্যবহার করলে শত্রু ও বন্ধুতে পরিণত হতে বাধ্য। -এডমন্ড বার্ক।
৮৪) পরনিন্দা মহাপাপ কিন্তু অত্যাচারী ব্যক্তির নিন্দা করলে পরনিন্দা হয় না। -আল হাদিস।
৮৫) যে নিজের প্রতি বিশ্বস্ত নয় অন্যের বিশ্বাস সেই সহজেই ভাঙতে পারে। -রোজটেরি কুক।
৮৬) বিদ্যাবুদ্ধিই যদি উপার্জনের মাপকাঠি হতো তবে মূর্খেরা সব না খেয়ে মরতো। -শেখ সাদী (রঃ)।
৮৭) যত দীন-দরিদ্রই হোক না কেন গৃহের মতো আশ্রয় কোথাও নেই। -পেনে।
৮৮) বিজ্ঞান হলো সংঘবদ্ধ জ্ঞানের সমষ্টি। -হার্বার্ট স্পেনসার।
৮৯)মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে বিদ্যালয়। -টলস্টয়।
৯০) যারা শিক্ষালাভ করে এবং তদনুযায়ী কাজ করে তারাই প্রকৃত বিদ্বান। -আল হাদিস।
৯১) যিনি বিশ্ব মানবের কল্যাণ সাধন করেন তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। -আল হাদীস।
৯২) শরীরের পরিশ্রম অপেক্ষা মাথার পরিশ্রমের মূল্য অনেক বেশি। -ডাঃ লুৎফর রহমান।
৯৩) প্রশ্ন থেকেই জ্ঞান বিজ্ঞান ও দর্শনের উৎপত্তি। -পেস্নাটো।
৯৪) বিপদ যত শীঘ্র আসে তত শীঘ্র যায় না। -স্কট।
৯৫) অন্য লোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। -গ্রিভিল।
৯৬) পরিশ্রমী মানুষের ঘুম শান্তিপূর্ণ হয়। -জর্জ হাবার্ট।
৯৭) বিশাল আগুনের সৃষ্টি হয় ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকে। -দান্তে।
৯৮) অশ্লীল কথা উচ্চারণকারী এবং অশ্লীল কথা প্রচারকারী উভয়ে সমান পাপী। -মিশকাত।
৯৯) প্রতিভা এক ভাগ আর ৯৯ ভাগ পরিশ্রম। -এডিসন।
১০০) বিয়ে করা ভালো, কিন্তু প্রতিপালনে অক্ষম হলে না করাই ভালো। -মন্টেগনি।
১০১) মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয়। -ডেল কার্নেগী।
১০২) একজন বিশেষজ্ঞ হলেন তিনি যিনি ক্রমাগতভাবে অল্প বিষয়ে বেশি জ্ঞান অর্জন করেন। -নিকোলাস এস বাটলার।
১০৩) সদা সত্য বিচারের নাম বিবেক। -রামকৃষ্ণদেব।
১০৪) বয়বৃদ্ধদের প্রতি সম্মান প্রদর্শন করা খোদাতালাকে সম্মান করার একটি অঙ্গ। -আল হাদিস।
১০৫) পিতার প্রতি পুত্রের কর্তব্য যে রূপ জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি কনিষ্ঠ ভ্রাতার কর্তব্য তদ্রুপ। -আল হাদিস।
১০৬) যে তোমার নিকট পরনিন্দা করে সে নিশ্চয়ই অন্যের সাক্ষাতেও তোমার নিন্দা করবে। -আল হাদিস।
১০৭) বেশি খাওয়া এবং বেশি কথা বলা উভয়ই ক্ষতিকর। -জন লিপি।
১০৮) যারা সব সময় নিজেকে অসুস্থ ভাবে তারা আজীবন অসুস্থই থাকে`। -জুডেনাল।
১০৯) পরিশ্রমের পরে যেটুকু বিশ্রাম পাওয়া যায় সেটুকু পরিশ্রমের পুরস্কার স্বরূপ। -জন রে।
১১০) স্বার্থপর লোকেরা যা দেয় তার চেয়ে বেশি আশা করে। -জর্জ ক্যানিং।
১১১) মানুষই একমাত্র প্রাণী যে ক্ষুধা না পেলেও খায় এবং তৃষ্ণা না পেলেও পান করে। -গুলভর কুক।
১১২) ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতায় যথেষ্ট। -ডেল কার্নেগী।
১১৩) ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহম করুন, যে ক্রয়-বিক্রয় এবং পাওনা আদায় নমনীয়। -বুখারী।
১১৪) একজন দরিদ্র লোক যত বেশি নিশ্চিন্ত একজন রাজা ততো বেশি উদ্বিগ্ন। -জন মেরিটন।
১১৫) 4যা অসম্ভব তা পাবার আশা করোনা। -ম্যাসিঞ্জার।
১১৬) যার আশা যত বেশি সেই বেশি অসুখী। -সমরেশ বসু।
১১৭ অসত্যের দাপট ক্ষণস্থায়ী কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী। -হযরত সোলায়মান (আঃ)।
১১৮) সূর্য ওঠা পর্যন্ত শুয়ে থাকা রুজি রোজগারের শত্রু। -আল হাদিস।
১১৯) যে লোক কম কথা বলে বা চুপ করে থাকে সে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়। -আল হাদিস।
১২০) ঝগড়া চরমে পৌঁছার আগে ক্ষান্ত হও। -হযরত সোলাইমান (আঃ)।
১২১) যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। -মুসলিম।
১২২) শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার পাওনা চুকিয়ে দাও। -ইবনে মাজা।
১২৩) একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। -কার্লাইল।
১২৪) উৎকৃষ্ট বীজ থেকেই উৎকৃষ্ট বৃক্ষ জন্ম নেয়। -জন গে।
১২৫) যে বিদ্বান ব্যক্তিকে সম্মান করে সে আমাকে সম্মান করে। -আল হাদিস।
১২৬) শিক্ষার সেকড় তেতো হলেও এর ফল মিষ্টি। -অ্যারিস্টটল।
১২৭) অভিজ্ঞতার অনুপাতে নয় বরং অভিজ্ঞতা অর্জনের ক্ষমতার অনুপাতেই মানুষ জ্ঞানী হয়। -জর্জ বার্নাড শ।
১২৮) ধার করা কাপড়ে শীত কাটে না। -আরবী প্রবাদ।
১২৯) টাকা রোজগার করতে মাথা আর খরচ করতে মন লাগে। -ফারকুহার।
১৩০) সুষ্ঠু পরিকল্পনার উপরেই কাজের সফলতা নির্ভর করে। -সংগ্রহ।
১৩১) প্রত্যেকের কথা ধৈর্য ধরে শোনা একটা ভালো অভ্যাস। -লুসী লারকম।
১৩২) বেশি কথা বলা তা সে যতই মূল্যবান হোক নির্বুদ্ধিতার নিদর্শন। -এরিস্টটল।
১৩৩) ভবিষ্যৎ জানার জন্য অতীত জানা উচিত। -জন ল্যাস্কহন।
১৩৪) সমস্ত মানব পাপী এবং পাপীদের মধ্যে যার অনুতাপ করে তারাই উৎকৃষ্ট। -আল হাদিস।
১৩৫) অতিরিক্ত পরিশ্রম জীবনে প্রতিষ্ঠা আনে ঠিকই কিন্তু আয়ুকে খর্ব করে। -স্কট।
১৩৬) আহাম্মকের কথাই প্রতিবাদ করো না, করলে তুমিই আহাম্মক হয়ে যাবে। -হযরত সুলাইমান (আঃ)
১৩৭) কর্মবিমুখ লোকেরাই অতিরিক্ত কল্পনাবিলাসী হয়ে থাকে। -জোসেফ বিলিংস।
মানসিক কষ্ট নিয়ে উক্তিগুলো মানসিক ভয় দূর করার উপায় হিসেবেও কাজ করে। তাই মানসিক শান্তি নিয়ে উক্তি সমূহ আমরা নিয়মিত পাঠ ও চর্চা করলে আমাদের মানসিক শান্তি বৃদ্ধি হবে এবং আমাদের জীবন সুন্দর হবে।
মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অনুপ্রেরণামূলক এই উক্তিগুলি নিয়মিত পাঠ এবং অনুশীলন করতে হবে। তবে এই উক্তিগুলির শক্তি কেবল একটি সূচনা আনতে পারে মাত্র। প্রকৃতপক্ষে মার্জিত ও নিয়মতান্ত্রিক জীবনাচরণ দ্বারা সুস্থতার ভীত মজবুত করতে হবে। তখন অনেক বিরুপ পরিস্থিতি আমরা এড়াতে পারবো।
২০১০ সালে কেনা আমার একটি ডায়েরি সংরক্ষিত ছিল। সেই ডায়েরির প্রত্যেকটি পাতার নিচে কিছু পবিত্র গ্রন্থ এবং মনীষীদের বাণী উল্লেখ করা ছিল। সেখান থেকে বাছাই করে কিছু বানিয়ে আমি এখানে তুলে ধরেছি।
সকলের জন্য শুভকামনা রইল।
আইটিচহেলথ এর নীতিমালা মেনে তবেই মন্তব্য করার অনুরোধ রইল। প্রত্যেকটি মন্তব্য প্রকাশের পূর্বে যাচাই করা হয়।
comment url