Support Email: [email protected]

Kalekharber, Rampal, Bagerhat, Bangladesh

24-Hour Emergency Aid
Call Us Urgent 24/7
+88 01719690145

Only used in cases of accidents,
illnesses, etc. that are not life-threatening.

For more serious problems
please call 911 or contact the nearest hospital.

Rampal,
Bagerhat, Khulna, Bangladesh.

Receive Directions

আমাদের অঙ্গীকার

আমাদের ক্লিনিকের সকল কর্মীদের পক্ষ থেকে, আমরা আপনাকে স্বাগত জানাই। আপনার স্বস্থ্যের যত্নে আপনাকে সহায়তা করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

ফোন করুন যখনই আপনার প্রয়োজন!
২৪/৭ সাপোর্টঃ ০১৭১৯৬৯০১৪৫

২০১৮ সাল থেকে, আমরা চিকিৎসা উদ্ভাবন এবং জীবন রক্ষাকারী চিকিৎসা প্রদানের একটি লক্ষ্য দ্বারা পরিচালিত হয়ে আসছি।

সকল প্রকার জটিল, কঠিন ও দুরারোগ্য ব্যাধিতে হোমিওপ্যাথি একটি নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথিক ঔষধ গুলো মানুষকে প্রয়োগের পূর্বে মানুষের শরীরেই পরীক্ষা করা হয়েছে। দুইশত বছরের অধিক সময় ধরে হোমিওপ্যাথি চিকিৎসা খুবই কার্যকরী ভূমিকা রেখে চলেছে রোগ আরোগ্যে। হোমিওপ্যাথি একটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থা। এমনকি পশু, পাখি, জীবজন্তু, প্রাণী এবং এমনকি বৃক্ষদের উপরেও এই ঔষধের ক্রিয়া লক্ষ্য করা গেছে।

0 +
ক্লিনিকের সংখ্যা
সমস্ত বাংলাদেশে
1 %
গ্রাহক সন্তুষ্টি
আমাদের অনুপ্রেরণা
0
রোগীদের থেকে উৎসাহ পুরষ্কার
রোগ আরোগ্যের খুশি!
1
অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ
চিকিৎসক

পূর্ববর্তী প্রজন্মের চিকিৎসকদের অবদান ছাড়া আধুনিক চিকিৎসা অকল্পনীয়।

আমরা সর্বদা সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করি

আমাদের গ্রাহক এবং অংশীদারদের প্রতি অঙ্গীকার

স্বাস্থ্যই হলো মহা সম্পদ
বছরের পর বছর ধরে, চিকিৎসা গবেষণায় বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এর আত্মনিবেদনএ হোমিওপ্যাথি চিকিৎসার সর্বোচ্চ বিকাশ ঘটেছে।
মানুষ সবসময়ই নিরাপদ, নির্ভরযোগ্য, আরামদায়ক এবং উন্নত মানের চিকিৎসা সেবার পেতে চায়। আমরা সেই লক্ষেই কাজ করছি।
সরকারি এবং বেসরকারি অনেক সংস্থা জনগনের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসা খাতে অর্থ সহায়তা করছে। আমরাও এই প্রচেষ্টায় অংশীদার।
নিয়ন্ত্রক, স্বাস্থ্য এবং সামাজিক কর্তৃপক্ষের প্রতি আমাদের প্রতিশ্রুতি।
বছরের পর বছর ধরে, চিকিৎসা গবেষণায় বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এর আত্মনিবেদনএ হোমিওপ্যাথি চিকিৎসার সর্বোচ্চ বিকাশ ঘটেছে।
মানুষ সবসময়ই নিরাপদ, নির্ভরযোগ্য, আরামদায়ক এবং উন্নত মানের চিকিৎসা সেবার পেতে চায়। আমরা সেই লক্ষেই কাজ করছি।
সরকারি এবং বেসরকারি অনেক সংস্থা জনগনের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসা খাতে অর্থ সহায়তা করছে। আমরাও এই প্রচেষ্টায় অংশীদার।
আমাদের চিকিৎসক, কর্মী,এবং সহযোগীদের প্রতি আমাদের অঙ্গীকার।
আমরা আমাদের চিকিৎসক, কর্মী এবং সহযোগীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা যেন সর্বোচ্চ সহযোগিতা পায়।
চিকিৎসা কর্মীদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং অমূল্য অবদানকে আমরা সবসময় স্বীকৃতি ও সম্মান জানাই ।
আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে চিকিৎসক, কর্মী এবং সহযোগীরা একে অপরের সাথে সম্মিলিতভাবে কাজ করতে পারবেন। তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
রোগীদের প্রতি আমাদের অঙ্গীকার
আমরা রোগীদের জন্য সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং ব্যক্তিগত যত্নের একটি সমন্বিত রূপ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি রোগীর চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
আমরা বিশ্বাস করি, প্রতিটি রোগীর প্রতি গভীর সম্মান ও সহানুভূতি দেখানো অত্যন্ত জরুরি। তাঁদের কথা শোনা, তাঁদের উদ্বেগ বোঝা এবং তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া আমাদের সেবার অবিচ্ছেদ্য অংশ। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে রোগীরা সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
রোগীদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। চিকিৎসার প্রতিটি ধাপে আমরা কঠোর নিরাপত্তা মান বজায় রাখি। এর মাধ্যমে আমরা রোগীদের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করতে চাই, যাতে তাঁরা নিশ্চিন্তে আমাদের উপর নির্ভর করতে পারেন।
অংশীদারদের প্রতি আমাদের প্রতিশ্রুতি
আমরা আমাদের অংশীদারদের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের মতামতকে আমরা গুরুত্ব দিই এবং বিশ্বাস করি যে খোলামেলা আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সেরা ফলাফল অর্জন করা সম্ভব।
আমাদের প্রতিটি কার্যকলাপে স্বচ্ছতা ও সততা বজায় রাখা আমাদের মূল নীতি। অংশীদারদের সাথে যেকোনো তথ্য আদান-প্রদানে আমরা পরিষ্কার এবং সৎ থাকব। এর মাধ্যমে আমরা তাঁদের আস্থা অর্জন করতে চাই এবং একটি নির্ভরযোগ্য সম্পর্ক স্থাপন করতে চাই, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।
আমরা বিশ্বাস করি যে আমাদের অংশীদারদের বৃদ্ধি ও সাফল্যই আমাদের নিজস্ব সাফল্যের চাবিকাঠি। আমরা তাঁদের সাথে হাতে হাত রেখে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে উভয় পক্ষই লক্ষ্য অর্জন করতে পারে।

আমাদের গ্রাহকরা কী বলেন?

সামগ্রিক রেটিং 4.7 / ১০ টি রিভিউ

x

We always support in emergencies, contact us immediately if you are experiencing any serious health problems.

Contact With Us!

Address: 511 SW 10th Ave 1206, Portland, OR United States

Support mail: [email protected]

Opening Hours: Mon -Sat: 7.00am – 19.00pm

Emergency 24h: +1 800-123-1234

Cart (0 items)