TVS টেস্ট এর সম্পূর্ণ অর্থ কি?
TVS টেস্টের সম্পূর্ণ অর্থ Transvaginal Ultrasound. এটিকে Endovaginal Ultrasound ও বলা হয়। যেহেতু vagina এর ভেতর পরীক্ষা টি করা হয় তাই একে Transvaginal এবং যেহেতু পরীক্ষাটিতে high frequency ultrasound ব্যবহৃত হয় তাই একে Transvaginal ultrasound টেস্ট বলে। ২/৩ ইংচি লম্বা একটি ultrasound probe ভ্যাজাইনার ভেতর প্রবেশ করানো হয় এবং organ গুলোর image নেওয়া হয়।

TVS টেস্ট কখন করা হয়?
মুলত Ultrasound হল এমন একটি প্রযুক্তি যা শরীরের ভেতর উচ্চ তরঙ্গের শব্দ দ্বারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি করে থাকে ফলে কোন অঙ্গের অস্বাভাবিকতা বা অসুস্থতা থাকলে সেটি এই পরীক্ষা দ্বারা ধরা পড়ে। মহিলাদের pelvic region এ অবস্থিত reproductive organ (vagina, uterus, fallopian tube, ovaries, cervix) এগুলোর ইমেজিং পরীক্ষার জন্য এই পরীক্ষা ব্যবহৃত হয়।
(unexplained vaginal bleeding, an ectopic pregnancy, infertility, checking for cysts or uterine fibroids, pelvic pain, abnormal pelvic, pcos, abdominal exam etc) এছাড়াও গর্ভাবস্থায় যেকোন সময়ে যেকোন কারনে চিকিৎসক এই টেস্ট করতে বলতে পারেন।
ভ্রুনের হৃদস্পন্দন পরীক্ষা করতে, গর্ভপাত বা অকাল প্রসবের মত কোন সমস্যার ক্ষেত্রে জরায়ু এবং গর্ভফুলের সমস্যা চিন্হিত করতে, সম্ভাব্য গর্ভপাত এড়াতে reproductive organ এ কোন প্রাথমিক অস্বাভাবিকতা আছে কিনা তা নিশ্চিত হতে এই টেস্ট করা হয়ে থাকে।
টেস্টটি করতে পূর্ব প্রস্তুতি কি?
টেস্ট টি করার জন্য রোগীকে খুব সামান্যই প্রস্তুতি নিতে হয়। টেস্টটি করার কারন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ক্ষেত্র মূত্রথলি খালি রাখতে হয় এবং কিছু ক্ষেত্রে আংশিক পূর্ণ রাখতে হয়।
আরো পড়ুনঃ বিএমআই ক্যালকুলেটর: নিজের BMI কিভাবে বের করবো?
এই লেখাটি আপনার উপকারে এসেছে কি? আরো নতুন লেখা তৈরির জন্য আর্থিকভাবে অবদান রাখতে পারেন। যেকোন পরিমাণ আর্থিক কন্ট্রিবিউশন করতে নীচের ডোনেট বাটন ব্যাবহার করুন।
[custom_donation]
this article is incredibly helpful and well-written. The information provided is clear and easy to understand.