বাচ্চারা ভুলবশত কিছু গিলে ফেললেঃ

বাচ্চারা ভুলবশত কিছু গিলে ফেললে তখন সিদ্ধান্ত নিতে আমাদের খুবই ঝুঁকি তৈরি হয়। এই পরিস্থিতিতে যেন আমরা অতি দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই ব্যাপারে আমি আজকের পোস্টে আলোচন করব।

বেশ কিছুদিন পূর্বে আমার একজন আত্মীয় আমাকে ফোন করে ছোট একটি বাচ্চা কিছু গিলে ফেলেছে এমন বলেছিল। যেহেতু অনেক দূর থেকে ফোন করে জানাচ্ছে এবং রোগী কে কাছে থেকে দেখার সুযোগ নেই তাই আমি ঝুঁকি না নিয়ে তাদের বললাম জরুরী ভাবে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে। পরেরদিন সকালে ওই আত্মীয় আমাকে ফোন করে জানালো যে পায়খানার সঙ্গে গতকাল খেয়ে ফেলা সেই ফরেন পার্টিক্যাল টি বের হয়ে গেছে।

বাচ্চারা ভুলবশত কিছু গিলে ফেললে

বাচ্চারা ভুলবশত কিছু গিলে ফেললে

এর থেকে আমি ধারনা করলাম কিছু ক্ষেত্রে কোন ঔষধের প্রয়োগ না করলেও শুধুমাত্র ধৈর্য ধরলে ছোট ছোট বাচ্চাদের গিলে ফেলা কিছু ফরেন পার্টিকেল বের হয়ে যাওয়ার সুযোগ আছে। তা বলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছামত কোন সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে মনে রাখতে হবে?

তবে অবশ্যই সর্বদা সচেতন থাকতে হবে। সূঁচালো কিছু গিলে ফেললে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ কে গুরুত্ব দিতে হবে। যে ফরেন পার্টিকেলগুলো সূচালো নয় এই সকল ক্ষেত্রে কিছুটা ধৈর্য ধরে অপেক্ষা করা যেতে পারে। এই সময়ের যথাসম্ভব সর্বোচ্চ সচেতন থাকতে হবে, কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। কেননা মন অস্থির হলে নানাবিধ ভুল সিদ্ধান্ত মনকে বিচলিত করে তোলে।

ডাঃ দীপংকর মন্ডল
রেজিস্টার্ড হোমিওপ্যাথ।
২৯.০৭.২০২৫